জকিগঞ্জে সমাজসেবা অধিদফতর ও ইউনিসেফের যৌথ উদ্যোগে ২৫ জন শিশু, কিশোর ও মহিলাকে ডিগনিটি কিটস্ প্রদান করা হয়েছে।
সোমবার (২৮ নভেম্বর) জকিগঞ্জ উপজেলা সমাজসেবা অধিদপ্তর থেকে চাইল্ড সেনসেটিভ প্রোটেকশন ইন বাংলাদেশ (সিএসপিবি) প্রকল্প কর্তৃক ২৫ টি পরিবারকে তা প্রদান করা হয়।
বিতরণ কার্যক্রম পরিচালনা করেন উপজেলা সমাজসেবা অফিসার বিনয় ভূষণ দাস।
এ সময় জকিগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক রহমত আলী হেলালীসহ সমাজসেবা অফিসের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
জানা যায়, প্রদত্ত বক্সে বড় ব্ল্যান্কেট ২ টি, ছোট ব্ল্যান্কেট ২ টি, মশারী ৪টি, সাবান ২টি, লন্ড্রি সাবান ২টি, টুথপেষ্ট ২টি, টুথব্রাশ ২টি, রিচার্জেবল সোলার পাওয়ার টর্চলাইট ২টি, তোয়ালে/গামছা ২টি এবং ২টি ওয়াটারফ্রুপ ব্যাগ রয়েছে। যাদের মাধ্যমে সমাজ মহিলাদের ডিগনিটি বৃদ্ধি পাবে।
Leave a Reply