জকিগঞ্জ থানা পুলিশের চলমান বিশেষ অভিযানের অংশ হিসাবে আনুমানিক ৭৫ হাজার টাকার ৫৭ বোতল ভারতীয় অফিসার চয়েস মদসহ এক মহিলাকে আটক করা হয়েছে।
শনিবার (১৮ ফেব্রুয়ারি) বিকাল ২টার দিকে জকিগঞ্জ উপজেলার ৩নং কাজলসার ইউনিয়ন-এর আটগ্রাম এলাকার চারিগ্রামের জনৈক রিনা বেগম (৪৮)-এর ঘরের খাটের নীচ থেকে তা উদ্ধার করা হয়।
এ সময় গৃহ মালিক রিনা বেগমকে জকিগঞ্জ থানা পুলিশ আটক করে থানায় নিয়ে যায়।
জকিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মোশাররফ হোসেন-এর নির্দেশে একদল পুলিশ নিয়ে এ অভিযান পরিচালনা করেন জকিগঞ্জ থানার এস.আই. শামসুল হক সুমন।
বিষয়টির সত্যতা স্বীকার করে জকিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মোশাররফ হোসেন বলেন, এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। মাননীয় পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন স্যার সার্বিক দিকনির্দেশনায় ও জকিগঞ্জ সার্কেলের মাননীয় অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জাকির হোসাইন স্যারের সার্বিক তত্ত্বাবধানে জকিগঞ্জ থানা পুলিশ জকিগঞ্জ থেকে মাদক নির্মূলে বিশেষ অভিযান পরিচালনা করে আসছে। পুলিশ জকিগঞ্জবাসীর সহযোগিতা পেলে মাদক নির্মূল করেই ছাড়বে ইনশাআল্লাহ।
আমি আশাবাদী, মাদক সহ যাবতীয় অপরাধ নির্মূলে এ অঞ্চলের মানুষ জকিগঞ্জ থানা পুলিশকে সহযোগিতা করলে একদিন মাদক সহ যাবতীয় অপরাধ নির্মূল হয়ে যাবে। মাদকমুক্ত জকিগঞ্জ গড়তে পুলিশের মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে।
Leave a Reply