প্রায় এক সপ্তাহ আগের ঘটনা। জকিগঞ্জ থানার সোনাসার এলাকায় কেঁদে কেঁদে রাস্তায় ঘুরে বেড়াচ্ছিল এক শিশু। বয়স আনুমানিক ১১ বছর। পার্শ্ববর্তী হাসিতলা গ্রামের আব্দুল মুকিত (৫০) ছেলেটিকে পেয়ে স্থানীয় সোনাসার বাজার কমিটিকে বলে নিজের বাড়িতে নিয়ে আশ্রয় দেন। গত সাপ্তাহ থেকে শিশু ছেলেটির পরিবারকে খোঁজে না পেয়ে সোমবার বিকাল ৫ ঘটিকার দিকে শিশুটিকে নিয়ে জকিগঞ্জ থানায় হাজির হন এবং বিস্তারিত বর্ণনা দেন। এরপর মানবিক দিক বিবেচনা করে জকিগঞ্জ থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মোশাররফ হোসেন শিশুটিকে থানা হেফাজতে রেখে শিশুটির পরিবারের সন্ধান করতে তৎপর হয়ে উঠেন।
ওসি মোঃ মোশাররফ হোসেন জকিগঞ্জ সংবাদকে জানান, ছেলেটির সাথে আমি নিজে কথা বলে বুঝতে পারি ছেলেটি অনেকটা প্রতিবন্ধী। সে কারণে তার কথাগুলো ও যথেষ্ট অস্পষ্ট। তারপরও দীর্ঘক্ষণ কথা বলার পরে বুঝতে পারি তার নাম খোকন। বয়স অনুমান ১১ বছর। পিতা-নজুম ওরফে নজরুল। মাতা-বেগম, গ্রাম-শিমুলবাগ, থানা- শান্তিগঞ্জ, জেলা- সুনামগঞ্জ।
ওসি জানান, মানবিক দিক বিবেচনা করে স্থানীয় থানা পুলিশ ও জনপ্রতিনিধিদের সহযোগিতার মাধ্যমে তার সঠিক ঠিকানা সংগ্রহ করে ছেলেটিকে তার মা-বাবার নিকট হস্তান্তরের চেষ্টা অব্যাহত আছে।
তিনি আশাবাদী খুব শীঘ্রই ছেলেটির পরিবারের সন্ধান বের করতে সক্ষম হবেন।
তিনি ‘প্রতিবন্ধী’ এই কিশোরের পরিবারের সন্ধান চেয়েছেন। কেউ শিশুটির সঠিক সন্ধান জানলে জকিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি)’র ০১৩২০-১১৮০২১ নাম্বারে যোগাযোগের অনুরোধ করা হয়েছে।
Leave a Reply