সিলেটের সীমান্তবর্তী জকিগঞ্জ থানা এলাকা থেকে মাদক নির্মূলে তৎপর হয়ে উঠেছে পুলিশ। জকিগঞ্জ সার্কেল ও জকিগঞ্জ থানা পুলিশের শীর্ষ ৩ জন পুলিশ কর্মকর্তা যোগদান করেই মাদকের বিরুদ্ধে তৎপর হয়ে উঠেছেন।
সে অনুযায়ী রোববার রাতে ও সোমবার সকালে পৃথক অভিযান পরিচালনা করে ইয়াবা ট্যাবলেট ও ভারতীয় অফিসার চয়েস মদসহ ৩ আসামীকে আটক করেছে জকিগঞ্জ থানা পুলিশ।
আটককৃতররা হলেন-জকিগঞ্জ পৌরসভার মাইজকান্দি গ্রামের রফিক মিয়া, জকিগঞ্জ উপজেলার ২নং বীরশ্রী ইউনিয়নের দক্ষিণ বিপক গ্রামের আব্দুল আজিজের ছেলে ছবুর আহমদ (২৮) ও বড়পাথর গ্রামের হোছন আহমদের ছেলে জবরুল ইসলাম জাবু (২৯)।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাতে অতিরিক্ত পুলিশ সুপার (জকিগঞ্চ সার্কেল) ইয়াহিয়া আল মামুনের দিক নির্দেশনায় জকিগঞ্জ থানা অফিসার ইনচার্জ জাবেদ মাসুদ ও পুলিশ পরিদর্শক (তদন্ত) দিলীপ কান্ত নাথ-এর নেতৃতে এসআই মহরম আলীসহ পুলিশের একটি টিম জকিগঞ্জ পৌরসভার মাইজকান্দিতে অভিযান পরিচালনা করে ৪৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ রফিক মিয়া কে আটক করেন।
এদিকে সোমবার সকালে এসআই সামসুল হক সুমন ও এএসআই রেজুয়ান আলী মোল্লাসহ পুলিশের একটি টিম ছবুর আহমদ ও জবরুল ইসলাম জাবুকে ২১ বোতল ভারতীয় অফিসার চয়েস মদসহ আটক করেন।
পরে তাদের বিরুদ্ধে জকিগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে পৃথক দু’টি মামলা দায়ের করা হয়। জকিগঞ্জ থানার মামলা নং-০৭, তারিখ-১৭/০৯/২০২৩ইং ধারা-মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮ এর ৩৬(১) এর ১০(ক) এবং জকিগঞ্জ থানার মামলা নং-০৮, তারিখ-১৮/০৯/২০২৩ ইং, ধারা-মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮ এর ৩৬(১) এর ২৪(ক)/৪১ রুজু করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে জকিগঞ্জ থানার এসআই (মিডিয়া অফিসার) মফিদুল হক সজল বলেন, সিলেট জেলার অপরাধ দমন, আসামী গ্রেফতার ও জেলার সার্বিক আইন শৃঙ্খলা রক্ষায় জেলা পুলিশ, সিলেট নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তাছাড়া জেলার সংঘটিত সংঘবদ্ধ অপরাধ, মাদক উদ্ধার, খুন, ধর্ষণ, পরোয়ানাভূক্ত সাজাপ্রাপ্ত ও চাঞ্চল্যকর মামলার আসামী গ্রেফতারে জেলা পুলিশ, সিলেট সর্বাধিক গুরুত্ব দিয়ে আসছে।
এরই ধারাবাহিকতায় সিলেট জেলার জকিগঞ্জ থানা পুলিশের দুইটি আভিযানিক দল পৃথক অভিযান চালিয়ে মাদক ও ইয়াবা সহ ৩ জনকে আটক করে।
Leave a Reply