বেশি বেশি মাছ চাষ করি বেকারত্ব দূর করি এই প্রতিপাদ্য নিয়ে জকিগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ নানা কর্মসূচীর মধ্যে দিয়ে পালিত হলো।
জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপনে সপ্তাহব্যাপী নানা কসূচীর মধ্যে ছিল সাংবাদিকদের সাথে মতবিনিময়, প্রমাণ্য চিত্র প্রদর্শন, পুরস্কার বিতরণ, মাছের পোনা অবমুক্তকরণ, মাটি ও পানি পরীক্ষা, উৎপাদন ও উপকরণ বিতরণ।
২৮ আগস্ট থেকে ৩ সেপ্টেম্বর পর্যন্ত জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপনে কর্মসূচীর প্রথম দিনে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা মৎস্য কর্মকর্তা আবু তাহের চৌধুরীর সভাপতিত্বে সাংবাদিকদের সাথে মতবিনিময় করা হয়। এছাড়া মৎস্য সপ্তাহের শেষ দিনে উপজেলা নির্বাহী অফিসার সুমী আক্তারের সভাপতিত্বে উপকরণ বিতরণ ও সফল মৎস্য চাষী এবং মৎস্য সংগঠনকে পুরস্কার বিতরণ করা হয়। পাশাপাশি উপজেলা পরিষদের পুকুরে মাছের পোনা অবমুক্তকরণ করা হয়।
কর্মসুচীতে বিভিন্ন সময়ে উপস্থিত থেকে সহযোগিতা করেছেন জকিগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান লোকমান উদ্দিন চৌধুরী, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার হাজী খলিল উদ্দিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুস ছালাম ও যুব উন্নয়ন অফিসের এনামুল হক প্রমূখ।
Leave a Reply