1. admin@zakiganjsangbad.com : admin :
শুক্রবার, ০৯ মে ২০২৫, ০৫:২১ অপরাহ্ন
শিরোনাম :
জকিগঞ্জের প্রবীণ মুহাদ্দিস মাওলানা আব্দুল কাইয়ুম লক্ষীরায়েরচকী ইন্তেকাল করেছেন জকিগঞ্জ-কানাইঘাটবাসীর মানববন্ধনে বিএনপি নেতা মামুনের কঠোর হুশিয়ারি: সরকারের টনক না নড়লে এলজিইডি ভবন ঘেরাও জকিগঞ্জ বাজার ব্যবস্থাপনা কমিটির নির্বাচনের দাবিতে পৌর প্রশাসকের নিকট স্মারক লিপি প্রদান জকিগঞ্জের সুলতানপুর ইউনিয়ন চেয়ারম্যানের দায়িত্ব প্রদানে হাইকোর্টের নির্দেশনা জকিগঞ্জে বিয়ের দু’দিন আগেই সড়ক দূর্ঘটনায় প্রবাসী যুবক নিহত জকিগঞ্জের গৃহবধু লাকি বেগমের ঝুলন্ত লাশ গোলাপগঞ্জ থেকে উদ্ধার আইন শৃঙ্খলা উন্নয়নে জকিগঞ্জ থানা পুলিশের সাথে বৃহত্তর চারিগ্রাম এলাকাবাসীর মতবিনিময় ইঞ্জিনিয়ার সবুজ বিশ্বাস বিএমবিএফ সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক মনোনীত জকিগঞ্জে হাজীগঞ্জ উন্নয়ন পরিষদের ফ্রি খতনা কার্যক্রম সম্পন্ন জকিগঞ্জে সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবীর মামলায় এটিএম ফয়ছলের ৬ বছরের সাজা

জকিগঞ্জে কওমী মাদ্রাসার ২৭৭ জন মেধাবী শিক্ষার্থীকে সম্মাননা ও বৃত্তি প্রদান করেছে জনকল্যাণ সোসাইটি

রহমত আলী হেলালী
  • প্রকাশের সময় : রবিবার, ৩ ডিসেম্বর, ২০২৩
  • ৮০১ বার এই সংবাদটি পড়া হয়েছে

জকিগঞ্জ উপজেলার বিভিন্ন কওমী মাদ্রাসা থেকে বিভিন্ন শিক্ষা বোর্ডের পরীক্ষায় অংশ নিয়ে বিভিন্ন জামাতে মুমতাজ (এ প্লাস) প্রাপ্ত ২৭৭ জন শিক্ষার্থীদেরকে বিশেষ সম্মাননা ও উপবৃত্তি প্রদান করেছে জনকল্যাণ সোসাইটি, জকিগঞ্জ।
শনিবার (২ ডিসেম্বর) বেলা ২ ঘটিকার সময় উপজেলার কসকনকপুর ইউনিয়নের হানিগ্রামস্থ হাজী জমশেদ আলী একাডেমী মিলনায়তনে বর্ণাঢ্য আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
দুই অধিবেশনের এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনকল্যাণ সোসাইটি, জকিগঞ্জ-এর সভাপতি ও শাহবাগ জামিয়া মাদানিয়া ক্বাসিমুল উলুম-এর মহাপরিচালক ক্বারী মাওলানা আব্দুল হাফিজ শাহবাগী এবং তানজিমুল মাদারিস শিক্ষা বোর্ডের মহাপরিচালক ও শাহবাগ জামিয়া মাদানিয়া ক্বাসিমুল উলুম-এর উপপরিচালক মাওলানা মুফতি মাসউদ আহমদ।
তানজিমুল মাদারিস শিক্ষা বোর্ড, সিলেট-এর সার্বিক ব্যবস্থাপনায় আয়োজিত এ অনুষ্ঠান পরিচালনার দায়িত্বে ছিলেন তানজিমুল মাদারিস শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ও দারুল আযকার, কলাকুটার শিক্ষা সচিব মাওলানা শিব্বির আহমদ, জনকল্যাণ সোসাইটি, জকিগঞ্জ-এর সহ সাধারণ সম্পাদক মাওলানা রুহুল আমীন ও শাহগলী মাদ্রাসার শিক্ষক মাওলানা ইমদাদ আহমদ।
অনুষ্ঠানে কওমী মাদ্রাসা ভিত্তিক শিক্ষা বোর্ড আল হাইয়্যাতুল উলিয়া, বেফাকুল মাদারিসল আরাবিয়া, আযাদ দ্বীনি এদারায়ে তা’লিম, তানযিমুল মাদারিস শিক্ষা বোর্ড ও হোসাইনিয়া শিক্ষা বোর্ড সহ স্থানীয় ও জাতীয় পর্যায়ের শিক্ষা বোর্ডে জকিগঞ্জের বিভিন্ন কওমী মাদ্রাসা থেকে বিভিন্ন জামাতের ফাইন্যাল পরীক্ষায় অংশ নেয়া ২০২২-২৩ শিক্ষা বর্ষের ২৭৭ জন মেধাবী শিক্ষার্থীদের মধ্যে বিশেষ সম্মাননা ও প্রায় দুই লক্ষ টাকার উপবৃত্তি প্রদান করা হয়।
অত্যন্ত জাকঝমকপূর্ণ ও ব্যাতিক্রমধর্মী এই অনুষ্ঠানে তানযিমুল মাদারিস শিক্ষা বোর্ডের সাধারণ সম্পাদক হাফিজ মাওলানা ফখরুযযামান, জনকল্যাণ সোসাইটি, জকিগঞ্জ-এর প্রচার সম্পাদক মাওলানা বুরহান উদ্দীন ও নির্বাহী সদস্য মাওলানা মাশকুর আহমদ সহ কওমী মাদ্রাসা ভিত্তিক বিভিন্ন শিক্ষা বোর্ডের স্থানীয় ও জাতীয় নেতৃবৃন্দ, জনপ্রতিনিধিবৃন্দ ও প্রশাসনিক প্রধাণগণ এবং উপজেলার প্রায় সকল কওমী মাদ্রাসার প্রথম সারির জিম্মাদারগণ উপস্থিত ছিলেন।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
জকিগঞ্জ সংবাদ-এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
প্রতিষ্ঠাতা: রহমত আলী হেলালী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট