জকিগঞ্জে কর্মরত বিভিন্ন প্রিন্ট, অনলাইন ও ইলেক্ট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন জকিগঞ্জ থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আব্দুল লতিফ তরফদার।
শুক্রবার বিকেলে জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কার্যালয়ে আয়োজিত এ মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জকিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ইয়াহিয়া আল মামুন।
সাংবাদিক নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন জকিগঞ্জ প্রেসক্লাব সভাপতি আবুল খায়ের চৌধুরী, সাবেক সহ সভাপতি অধ্যক্ষ আব্দুল্লাহ আল মামুন, বর্তমান সহ সভাপতি রহমত আলী হেলালী, সাধারণ সম্পাদক শ্রীকান্ত পাল, যুগ্ম সাধারণ সম্পাদক এনামুল হক মুন্না, সহ সাধারণ সম্পাদক মোরশেদ লস্কর, কোষাধ্যক্ষ আল হাছিব তাপাদার, অফিস সম্পাদক কেএম মামুন, তথ্য প্রযুক্তি সম্পাদক কাউন্সিলর রিপন আহমদ, সদস্য আবু বকর ফয়সল ও ওমর ফারুক প্রমুখ।
মতবিনিময়কালে প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত পুলিশ সুপার ইয়াহিয়া আল মামুন দেশের সার্বিক পরিস্থিতিতে বাংলাদেশ পুলিশের বর্তমান অবস্থান তুলে ধরে সাংবাদিকদের বলেন, পুলিশ আইন সংস্কার করা সময়ের দাবী। পুলিশ কমিশন গঠন করা হলে পুলিশ স্বাধীনভাবে কাজ করা অনেকাংশে সম্ভব। এ ক্ষেত্রে দেশের সাংবাদিক ভাইদের সহযোগিতা প্রয়োজন বলে তিনি মনে করেন।
নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আব্দুল লতিফ তরফদার বলেন, দেশের বর্তমান পরিস্থিতিতে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে আইন-শৃঙ্খলা বাহিনীর সাথে মিডিয়াকর্মী সকলের আন্তরিক সহযোগিতার প্রয়োজন। এ ব্যাপারে তিনি স্থানীয় সাংবাদিকদের সহযোগিতা করার আহ্বান জানান।
এ সময় সাংবাদিক নেতৃবৃন্দ শান্তিপূর্ণ জকিগঞ্জকে নিরাপদ রাখতে পুলিশ পুনরায় আইনগত সঠিক ভূমিকা রাখার আহবান জানিয়ে নিরপরাধ কোনো মানুষ যেন হয়রানির শিকার না হয় সেদিকে খেয়াল রাখতে পুলিশের প্রতি অনুরোধ করেন।
Leave a Reply