জকিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জকিগঞ্জ পৌরসভার সাবেক মেয়র ইকবাল আহমদ তাপাদার-কে সিলেট জেলা কৃষক দলের পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটির আহবায়ক করা হয়েছে। এতে উজ্জীবিত হয়ে উঠেছেন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী ছাড়াও সিলেট জেলা-উপজেলা কৃষক দলের নেতাকর্মীরা।
সোমবার (৬ জানুয়ারী) ঢাকা থেকে বিমানে করে ইকবাল আহমদ সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌছলে উজ্জীবিত নেতাকর্মীরা তাকে বিমানবন্দরে অভ্যর্থনা জানান। পরে তিনি নেতাকর্মীদের নিয়ে সিলেট সিটি কর্পোরেশনের সাবেক সফল মেয়র আরিফুল হক চৌধুরী’র বাসভবনে গিয়ে সাক্ষাৎ শেষে নেতাকর্মীদের সাথে মতবিনিময় করেন। এ সময় কানাইঘাট উপজেলার সাবেক সফল চেয়ারম্যান আশিক উদ্দিন চৌধুরী সহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
জানা যায়, গত ৫ জানুয়ারী বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল সিলেট জেলা শাখার ৬৫ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়।
বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল কেন্দ্রীয় সংসদের দপ্তর সম্পাদক মোঃ শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, ইকবাল আহমদ তাপাদারকে আহ্বায়ক এবং তাজরুল ইসলাম তাজুলকে সদস্য সচিব করে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল সিলেট জেলা শাখার ৬৫ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি অনুমোদিত হয়েছে।
জাতীয়তাবাদী কৃষকদল কেন্দ্রীয় সংসদের সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন এবং সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল ওই কমিটি অনুমোদন করেন।
উল্লেখ যে, ইকবাল আহমদ তাপাদার জকিগঞ্জ উপজেলা ও পৌরসভা বিএনপির বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন শেষে সিলেট জেলা বিএনপির সহ সভাপতি হিসেবে বর্তমানে দায়িত্ব পালন করছেন।
Leave a Reply