জকিগঞ্জে কেক কেটে প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উদযাপন করা উপজেলা সেচ্ছাসেবকলীগ। মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় জকিগঞ্জ উপজেলার আটগ্রাম বাসষ্টেশনে এ আয়োজন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন জকিগঞ্জ উপজেলার ৩নং কাজলসার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জুলকারনাইন লস্কর, ৬নং সুলতানপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রফিকুল ইসলাম, জকিগঞ্জ উপজেলা সেচ্ছাসেবকলীগের সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ আব্দুল গফুর, যুগ্ম আহবায়ক মোঃ আব্দুল আহাদ মেম্বার ও আছাদ উদ্দিন সহ বিপুলসংখ্যক নেতাকর্মী।
এ সময় নেতৃবৃন্দ বলেন, শেখ হাসিনা জনগণের আস্থার প্রতীক। দেশের ক্রান্তিলগ্নে বঙ্গবন্ধুর মতো তিনিও জনগণের পাশে দাঁড়িয়ে বিশ্বব্যাপী প্রশংসিত হয়েছেন। তাঁর হাত ধরেই অর্থনৈতিক সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে দেশ। কেক কেটে নেতৃবৃন্দ প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু কামনা করেন।
Leave a Reply