জকিগঞ্জ উপজেলার বারহাল এলাকায় প্রতিষ্ঠিত লুৎফুর রহমান চৌধুরী মেমোরিয়াল ট্রাস্টের ৫ম বৃত্তি প্রদান অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে স্থানীয় ট্রাস্ট কার্যালয়ে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ট্রাস্টের সহ সভাপতি শাহান আহমদ চৌধুরী।
ট্রাস্টের সচিব সাদিক আহমদ চৌধুরী’র উপস্থাপনায় শুরুতে স্বাগত বক্তব্য রাখেন ট্রাস্টের সহ সভাপতি এখলাছুর রহমান।
প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য মকসুদ ইবনে আজিজ (লামা)। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জকিগঞ্জ প্রেসক্লাবের আজীবন সদস্য সমাজসেবী ও শিক্ষানুরাগী বীরমুক্তিযোদ্ধা ফরিদ উদ্দিন, বারহাল ডিগ্রী কলেজ পরিচালনা কমিটির সভাপতি মোঃ ফয়জুল ইসলাম চৌধুরী।
বক্তব্য রাখেন সংগঠক সাদিক আহমদ তাপাদার, মাষ্টার নিজাম উদ্দিন, মাহমুদুল হক ও সাফায়েত রশিদ চৌধুরী।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সাবেক সংসদ সদস্য মকসুদ ইবনে আজিজ (লামা) বলেন, বৃত্তি প্রদানের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে প্রতিযোগিতার মনোভাব গড়ে উঠে এবং শিক্ষার্থীদের মধ্যে মেধার বিকাশ ঘটে। তিনি এমন মহৎ উদ্যোগকে স্বাগত জানিয়ে উপস্থিত অতিথি শিক্ষার্থী ও অভিভাবকদের প্রসংশা করেন এবং ভবিষ্যতে এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার আহবান জানান।
উল্লেখ্য যে, বারহাল ইউনিয়নের মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয় এবং মাদ্রাসাসহ মোট ২২টি প্রতিষ্ঠানের ১৩২ জন শিক্ষার্থীদের মধ্যে এ বৃত্তি প্রদান করা হয়।
Leave a Reply