খেলাফত মজলিস জকিগঞ্জ উপজেলার ৪নং খলাছড়া ইউনিয়ন শাখার কমিটি পূণর্গঠন করা হয়েছে।
শনিবার (৫ এপ্রিল) বাদ মাগরিব স্থানীয় ঈদগাহ বাজারে এক দ্বি-বার্ষিক শুরা অধিবেশন অনুষ্ঠিত হয়।
অধিবেশনে শাখা পূণর্গঠনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন উপজেলা খেলাফত মজলিসের সাধারণ সম্পাদক মাওঃ আলা উদ্দিন তাপাদার।
সার্বিক সহযোগিতা করেন সহ সাধারণ সম্পাদক হাফিজ আব্দুল হালিম ও সাংগঠনিক সম্পাদক হাফিজ আবু হানিফ।
উপস্থিত সকল শুরা সদস্যদের মতামতের ভিত্তিতে ২০২৫-২৬ সেশনের জন্য সভাপতি মনোনীত হন মাওলানা আব্দুল কাদির ও সেক্রেটারী মনোনীত হন হাফিজ কাওছার আহমদ।
অন্যান্য দায়িত্বশীলরা হলেন সহ সভাপতি হারুনুর রশিদ, ডাঃ তাজ উদ্দিন, মাওলানা ছালিম উদ্দিন, হাফিজ আব্দুল হক, হোসাইন আহমদ, জয়নাল আবেদীন, মাওলানা এখলাছুর রাহমান, বদরুল হক, সহকারী সেক্রেটারী আতা উল্লাহ বাহার, সাংগঠনিক সম্পাদক হাফিজ আল আমীন, আব্দুস শহিদ শাকির, হাফিজ সোহেল আহমদ, বায়তুলমাল সম্পাদক মাওলানা মোহাম্মদ আলী, সহকারী বায়তুলমাল সম্পাদক আলী আহমদ জালাল, অফিস ও পাঠাগার সম্পাদক আলী আহমদ প্রচার ও প্রকাশনা সম্পাদক আনোয়ার হোসাইন, সমাজ কল্যাণ সম্পাদক ডাঃ সাব্বির আহমদ, যুব বিষয়ক সম্পাদক আব্দুল আজীয, উলামা বিষয়ক সম্পাদক মাওলানা আব্দুল জব্বার, শ্রম বিষয়ক সম্পাদক সাহাব উদ্দিন, খলিলুর রাহমান, মহিলা বিষয়ক সম্পাদিকা আম্বিয়া বেগম ও সেলিনা বেগম, নির্বাহী সদস্য হাফিজ জামিল আহমদ, আব্দুল মুহিত, হাফিজ সাদ উদ্দিন, আব্দুল গফ্ফার ও মোহাঃ আব্দুস ছালাম।
অধিবেশনের সমাপণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা খেলাফত মজলিসের শ্রম বিষয়ক সম্পাদক মোহাঃ আব্দুল কাইয়ুম।
Leave a Reply