সিলেটের জকিগঞ্জ উপজেলার বীরশ্রী ইউনিয়নের প্রত্যন্ত অঞ্চলে অবস্থিত জামিয়া ইসলামিয়া দারুস সুন্নাহ রঘুরাশী বাজার মাদ্রাসা পরিদর্শন করেছেন পাকিস্তানী বংশোদ্ভূত লন্ডনের শীর্ষ দুইজন আলেম। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) বিকেলে শায়খুল হাদীস আল্লামা জাকারিয়া (রহ.)-এর অন্যতম খলিফা শায়খুল হাদীস মাওলানা বিলাল বাওয়া ও যুক্তরাজ্য ভিত্তিক এল.আই.এ. রিলিফ ট্রাস্টের মহাপরিচালক শায়খুত তাফসীর ড. মাওলানা আশরাফ মাক্বদাম সহ একদল আলেম প্রাচীনতম এই মাদ্রাসা পরিদর্শনে আসেন।
পরিদর্শনকালে আলেমগণ মাদ্রাসার শিক্ষা কর্যক্রম, অবকাঠামো উন্নয়ন, বাউন্ডারি সহ প্রতিষ্ঠানের সার্বিক কার্যক্রম ঘুরে ঘুরে দেখেন।
এ উপলক্ষে আয়োজিত অভিভাবক সমাবেশ ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন জামিয়া ইসলামিয়া দারুস সুন্নাহ রঘুরাশী বাজার মাদ্রাসার মুহতামীম শায়েখ মাওলানা জাওয়াদুর রহমান। তরুণ আলেম মাওলানা রুহুল আমীনের পরিচালনায় এতে বক্তব্য রাখেন জকিগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব হাফিজ মাওলানা মুফতি আবুল হাসান, সিলেটের বিশিষ্ট আলেম হাফিজ মাওলানা শামসুল ইসলাম সিদ্দিকী, তরুণ আলেম মাওলানা রেদ্বওয়ানুল হক চৌধুরী, নোমানী চৌধুরী ও মাওলানা ছদরুল আমীন প্রমূখ।
অভিভাবক সমাবেশে লন্ডনের শীর্ষ দুই আলেম বলেন, মাদ্রাসা হচ্ছে দেশ, জাতি, ইসলাম ও মুসলিম উম্মাহর ঈমান রক্ষার দুর্গ। কওমি মাদ্রাসা ঈমান-ইসলামের অনন্য বাতিঘর। সঠিক পথের দিশারী। বাতিল শক্তি যখন সবদিক থেকে ঈমানের ওপর হানা দেয়, তখন জাতির ঈমানকে হেফাজতের উদ্দেশে হকের দাওয়াত নিয়ে মানুষের দ্বারে দ্বারে পৌঁছে যান কওমি আলেমসমাজ। পরাশক্তি তখন পালায়ন করতে বাধ্য হয়। তাই দীন রক্ষার অনন্য দুর্গ এসব কওমি মাদ্রাসাকে যেকোনো মূল্যে হেফাজত করতে হবে।
অভিভাবক সমাবেশ শেষে অতিথিবৃন্দকে ক্রেস্ট প্রদান ও মাদ্রাসার কৃতি শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার প্রদান করা হয়।
পরে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর জন্য মোনাজাত করেন শায়খুল হাদীস মাওলানা বিলাল বাওয়া।
Leave a Reply