জকিগঞ্জে বিদায়ী অনুষ্ঠানে উপজেলা শিক্ষা অফিস ও উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক/শিক্ষিকাদের ভালোবাসায় সিক্ত হয়েছেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ এমদাদুল হক।
সোমবার (১২ মে) সকাল ১১ ঘটিকায় উপজেলা পরিষদ হলরুমে প্রাথমিক শিক্ষা পরিবার এক বর্ণাঢ্য বিদায় সংবর্ধনার মাধ্যমে তার প্রতি এমন শ্রদ্ধা ও ভালোবাসা প্রদর্শন করেন।
জকিগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোহাম্মদ মাসুম মিয়ার সভাপতিত্বে আয়োজিত এ বিদায় অনুষ্ঠান পরিচালনা করেন প্রধান শিক্ষক এইচ এম কামরুজ্জামান।
অনুষ্ঠানের বিভিন্ন পর্যায়ে বিদায়ী শিক্ষা কর্মকর্তার দায়িত্বকালীন বিভিন্ন ভালো দিক নিয়ে আলোচনা করেন জকিগঞ্জ উপজেলা ইউআরসি ইন্সট্রাক্টর মোহাম্মদ আবুল মাসুদ, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ জোবায়ের আহমদ, প্রধান শিক্ষক বিজয়কৃঞ্চ পুরকায়স্থ, ইমদাদুর রহমান, আব্দুল হালিম, মাহবুবুল আলম সেলিম, পার্থ কুমার চন্দ, মো. আব্দুল হামিদ, নাসির উদ্দীন চৌধুরী, মোঃ সিরাজ উদ্দিন, মো. আব্দুল খালিক, মো.মনজুর আলম, আব্দুস শহীদ তাপাদার ও সালাহ উদ্দিন প্রমুখ।
সংবর্ধিত অতিথির বক্তব্যে বিদায়ী শিক্ষা অফিসার এমদাদুল হক বলেন, মানুষ মরে যায়, কিন্তু বেঁচে থাকে তাঁর মহৎ কাজগুলো। শুধু ভালো কাজের মাধ্যমেই মানুষ স্মরণীয়-বরণীয় হয়ে থাকেন। আমার সুদীর্ঘ কর্মজীবনে চেষ্টা করেছি ভালো কিছু করার। তিনি জকিগঞ্জের শিক্ষক সমাজের প্রশংসা করে বলেন, আপনাদের আনুগত্য, দায়িত্বপরায়নতা ও সততা আমাকে মুগ্ধ করেছে। জকিগঞ্জের প্রাকৃতিক সৌন্দর্যের ন্যায় জকিগঞ্জের মানুষের সুন্দর মন আমাকে অভিভূত করেছে। বিশ্বাস করি, আমার অনুপস্থিতিতে আপনাদের সকলের সম্মিলিত প্রচেষ্টায় জকিগঞ্জের প্রাথমিক শিক্ষাও বহুদূর এগিয়ে যাবে।
Leave a Reply