1. admin@zakiganjsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫, ০৩:২৩ অপরাহ্ন
শিরোনাম :
জকিগঞ্জে প্রশাসনের সিল ব্যবহার করে চাঁদা উত্তোলনের অভিযোগ ট্রাক শ্রমিক সমিতি’র বিরুদ্ধে জকিগঞ্জে ইসলামী যুব আন্দোলন-এর প্রতিষ্ঠাবার্ষিকী পালন নতুন আঙ্গিকে “সাপ্তাহিক জকিগঞ্জ সংবাদ”-এর যাত্রা শুরু আমার কিছু কথা ও কিছু প্রত্যাশা জকিগঞ্জী চাচার খোলা চিঠি- নতুন অঙ্গিকে জকিগঞ্জ সংবাদ-এর যাত্রা শুরু জকিগঞ্জে প্রতিপক্ষের হামলায় আহত যুবকের মৃত্যু সিলেট জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্য মনোনীত হলেন অ্যাড. মোস্তাক আহমদ জকিগঞ্জের ছামি চৌধুরী যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী’র মেডিকেলে মেডিকেল অফিসার! জকিগঞ্জের আমলশীদে আলো ফাউন্ডেশনের শিক্ষা সামগ্রী বিতরণ বিএনপিকে নিয়ে ষড়যন্ত্রের শেষ নেই –চাকসু মামুন

নতুন আঙ্গিকে “সাপ্তাহিক জকিগঞ্জ সংবাদ”-এর যাত্রা শুরু আমার কিছু কথা ও কিছু প্রত্যাশা

জাহিদুর রহমান
  • প্রকাশের সময় : বুধবার, ৯ জুলাই, ২০২৫
  • ৪২ বার এই সংবাদটি পড়া হয়েছে

সাংবাদিকতা আমার পেশা কিংবা নেশা নয়। পত্রিকা প্রকাশ কিংবা পত্রিকা ব্যবসা আমার জীবনের লক্ষ্য নয়। আমি একজন প্রবাসী, আমি একজন ক্ষুদ্র রাজনৈতিক কর্মী, এটুকুই আমার পরিচয়। এরচেয়ে বড় পরিচয় হচ্ছে আমি একজন জকিগঞ্জের মানুষ। দেশে-বিদেশে সব জায়গায় আমি একজন পত্রিকা পাঠক। আমি সংবাদপত্রকে ভালোবাসি এবং সংবাদপত্র আমার নিকট খুবই গুরুত্বপূর্ণ বিষয়। কেননা সংবাদপত্র হলো সমাজ ও রাষ্ট্রের দর্পণ। সাংবাদিকরা হলেন জাতির বিবেক। সাংবাদিকতাকে বলা হয় কোনো জাতি নির্মাণ কিংবা ধ্বংসের গদ্য। সাংবাদিকতা কোনো জাতির চিন্তা-চেতনার শৈলী ও সুপ্ত মন-মানসিকতা তৈরিতে কিংবা বিনাশ সাধনে কতটুকু ভূমিকা পালন করে, তা কোনো বুদ্ধিমান, সচেতন ও বিবেকসম্পন্ন মানুষের কাছে অস্পষ্ট নয়। মানবতার অতন্দ্রপ্রহরী সাংবাদিকরা দেশ ও জাতির শেষ ভরসা। সংবাদপত্র ও সাংবাদিকরা জাতির জাগ্রত বিবেক এবং পাঠকরাই হচ্ছে সংবাদপত্রের প্রাণশক্তি। এ যুগে এমন কোনো শিক্ষিত এবং সচেতন পরিবার নেই, যে পরিবারে সংবাদপত্র পড়া হয় না। বর্তমান যুগে দৈনিক কাগজগুলো এবং অনলাইন পোর্টালগুলো মানুষের জীবনের একটি অপরিহার্য অংশেই পরিণত হয়েছে। যে মানুষগুলো ভালোমতো পত্রিকা পড়তে পারে না, সমাজের হাল-চাল সম্পর্কে অসচেতন; তারাও প্রত্যক্ষ বা পরোক্ষ এর প্রভাবে প্রভান্বিত। আধুনিক বিশ্বে সংবাদপত্র ছাড়া মানব সভ্যতা অচল। সমাজ-রাষ্ট্রের উন্নয়ন, মানবাধিকার প্রতিষ্ঠা, সত্য-সুন্দর এবং ন্যায়ভিত্তিক সমাজ গঠনে সংবাদপত্রের গুরুত্ব অপরিসীম।

আমরা যারা প্রবাসে থাকি সকলেই কিন্তু নিজ নিজ এলাকার বস্তুনিষ্ঠ সংবাদ জানার জন্য সর্বদা উদগ্রীব থাকি। বর্তমান তথ্য প্রযুক্তির যুগে অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল গণহারে চালু হয়েছে। তবে বস্তুনিষ্ঠ সংবাদ অনেক সময় আমরা অনলাইন পোর্টালগুলোতে মিস করি। আজকের সময়ে দায়িত্বশীল সাংবাদিকতার অভাবে অনেক অনলাইন পোর্টালে যা ইচ্ছা তা প্রচার হচ্ছে। এসব নিউজ পোর্টাল পরিচালনার দায়িত্বে নেই কোন প্রশিক্ষিত সংবাদকর্মী। ভাবতে অবাক লাগে, কোনদিন যারা সাংবাদিকতা করতে দেখিনি তারাও আজ বিভিন্ন নিউজ পোর্টালের সম্পাদক। অনলাইন নিউজ পোর্টাল এখন এত সহজে সম্পাদক তৈরি করছে তা দেখে শুধু অবাক হইনি, আমি এখন নিস্তব্ধ-নিশ্চুপ। আবার কখনো কখনো অনলাইন নিউজ পোর্টালে প্রচার হওয়া সংবাদ পরবর্তীতে খোঁজে পাওয়া মুশকিল হয়ে যায়। অনেক নিউজ আবার ডিলিট করে দেয়া হয়। তাই আজকের এই সময়ে একটি দায়িত্বশীল প্রিন্ট পত্রিকার প্রয়োজনীয়তা অনেক দিন থেকে আমি অনুভব করছি।
বিশেষ করে বিগত দেড় দুই বছর থেকে নিজের প্রিয় জন্মভুমি জকিগঞ্জের মানুষ কোন জাতীয় কিংবা স্থানীয় প্রিন্ট পত্রিকা পাচ্ছেন না শোনে বেশ খারাপ লাগছিল। নিজ এলাকার মানুষের নিকট দেশের দায়িত্বশীল গণমাধ্যম দীর্ঘদিন থেকে অনুপস্থিত দেখে প্রবাসে বসে কষ্ট পাচ্ছিলাম।
সেই চিন্তা থেকে জকিগঞ্জবাসীর সংবাদের খোরাক দিতে জকিগঞ্জ প্রেসক্লাবের সহ সভাপতি রহমত আলী হেলালী ভাইয়ের সম্পাদনায় প্রকাশিত ও বহুল প্রচারিত “সাপ্তাহিক জকিগঞ্জ সংবাদ” প্রকাশের উদ্যোগ গ্রহণ করেছি। যদিও কাজটি খুবই সহজ নয়, তবুও জকিগঞ্জের একটি সরকার অনুমোদিত পত্রিকা এভাবে অনিয়মিত থাকবে তা হতে পারেনা। আমি সামাজিক ও রাজনৈতিক জীবনে অনেকভাবে অনেক টাকা খরচ করেছি। এখন অন্তত সমাজের কল্যাণে একটি পত্রিকা প্রকাশ করতে শুরু করলাম।
আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের লাখো কোটি শোকরিয়া, আমার মতো এক ক্ষুদ্র মানুষের অর্থায়নে জকিগঞ্জবাসীর দীর্ঘদিনের আস্থার প্রতীক সাপ্তাহিক জকিগঞ্জ সংবাদ নতুন করে নিয়মিতভাবে যাত্রা শুরু করছে। পত্রিকাটির নিয়মিত প্রকাশনা মানে জকিগঞ্জের সব বয়সের সকল শ্রেণী-পেশার মানুষ অন্তত প্রতি সাপ্তাহে নিজ উপজেলার সকল গুরুত্বপূর্ণ সংবাদ এক সাথে পাবে। পত্রিকাটি নিয়মিত প্রকাশনার ফলে জকিগঞ্জের সব ধরণের সংবাদ এখন থেকে ফুটে উঠবে একটি সরকার স্বীকৃত গণমাধ্যমে।
আমি ব্যক্তিগতভাবে সাপ্তাহিক জকিগঞ্জ সংবাদের নিকট কোন কিছুই প্রত্যাশা করিনা। আমার একটাই প্রত্যাশা, সাপ্তাহিক জকিগঞ্জ সংবাদ প্রকাশনার মাধ্যমে অবহেলিত ও বঞ্চিত জকিগঞ্জবাসীর কথা যেন ফুটে উঠে নিয়মিত। সীমান্তবর্তী এ অঞ্চলের সমস্যা ও সম্ভাবনার কথা যেন সরকারের নিকট তুলে ধরা হয় সব সময়। দেশ ও জাতি যেন সাপ্তাহিক জকিগঞ্জ সংবাদ প্রকাশনার মাধ্যমে উপকৃত হয়।
আমি হেলালী ভাইকে বলে দিয়েছি, সাপ্তাহিক জকিগঞ্জ সংবাদ যেন প্রকাশ হয়, জনতার আশা-আকাঙ্খার প্রতিফলন ঘটাতে। এখানে আমাকে বা অন্য কোন ব্যক্তিকে যেন তোষামোদী করতে না হয়। পত্রিকা চলবে স্বাধীনভাবে নিজের নীতিমালার আলোকে। আমি ছাপানোর ব্যবস্থা করছি বলে, এখানে আমার সন্তুষ্টির প্রতি খেয়াল রেখে যেন কোন সংবাদ প্রচার না হয়। এক কথায়, সাপ্তাহিক জকিগঞ্জ সংবাদ যেন হয় সম্পূর্ণ বস্তুনিষ্ট ও নিরপেক্ষ একটি গণমাধ্যম।
আমাদের মনে রাখতে হবে, সবদিক মিলিয়ে সংবাদপত্রের ভূমিকা অপরিসীম। পেশা হিসেবেও সাংবাদিকতা পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ ও সম্মানজনক একটি পেশা। সামাজিক অনাচার ও বৈপরিত্যের বিরুদ্ধে সাংবাদিকতা একটি চ্যালেঞ্জিং পেশা। পত্রিকার সম্পাদক, সাংবাদিক, প্রকাশক, ব্যবস্থাপক এবং সংশ্লিষ্ট সবার ওপর পুরো জাতির সুমহান দায়িত্ব অর্পিত। সংবাদপত্রের লক্ষ্য ও উদ্দেশ্য হলো দল-নিরপেক্ষ সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন করা। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনই হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়। সৎ সাংবাদিকের কোনো দেশ কাল পাত্র নেই। সাংবাদিকদের অন্যতম দায়িত্ব হলো সৎ, সত্যনিষ্ঠ, পক্ষপাতমুক্ত সাংবাদিকতা। সংবাদপত্রকে প্রমাণ করতে হবে কারো প্রতি পক্ষপাত নেই, কারো বিরুদ্ধে বা কারো পক্ষে কোনো এজেন্ডা নেই। বস্তুনিষ্ঠ ও সৎ সাংবাদিকতা যেমন একটি বিধ্বস্ত জাতিকে পুনর্গঠনে অবদান রাখতে পারে; তেমনি সাংবাদিকতার নামে মিথ্যাচারিতা, পক্ষপাতিত্ব, স্বার্থপরতা এক সুসংহত জাতিকে হিংসাত্মক যুদ্ধের দাবানলে অগ্রসর ভূমিকা রাখতে পারে। সাংবাদিকরা জাতির বিবেক। তারা জাতিকে দিকনির্দেশনা দিয়ে থাকেন। প্রকৃত সাংবাদিক হিসেবে তার সংবাদসহ যাবতীয় লেখনী অন্যায় প্রতিষ্ঠায় সহযোগী হতে পারে না। কোনো ঘটনার সঠিক ও বস্তুনিষ্ঠ চিত্র, সত্য খবর সঠিকভাবে জাতির সামনে উপস্থাপন করাই সাংবাদিকদের নৈতিক দায়িত্ব।
ভুল বা মনগড়া কোনো সংবাদ পরিবেশন করা এবং বিশেষ কোনো দল বা গোষ্ঠীর পক্ষে সাফাই গাওয়া সৎ ও প্রকৃত সাংবাদিকের কাজ নয়। সাংবাদিকতার ক্ষেত্রে সর্বদা সততা অবলম্বন করা অপরিহার্য। সৎ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা একটি ইবাদত। সংবাদপত্র ও সাংবাদিকের ব্যাপারে, সংবাদ সংগ্রহের নীতিমালা প্রণয়নে আল্লাহ প্রদত্ত নির্দেশনা রয়েছে। এ প্রসঙ্গে মহান আল্লাহ পবিত্র কুরআনে এরশাদ করেন- হে ইমানদারগণ! যদি কোনো পাপাচারী তোমাদের নিকট কোনো সংবাদ নিয়ে আসে, তবে তোমরা তা পরীক্ষা করে দেখবে, যাতে অজ্ঞতাবশত তোমরা কোনো মানবগোষ্ঠীর ক্ষতিসাধনে প্রবৃত্ত না হও এবং পরে তোমাদের কৃতকর্মের জন্য অনুতপ্ত না হও’ (সুরা হুজুরাত : ৬)। হাদিসে এরশাদ হয়েছে-কোনো ব্যক্তি মিথ্যাবাদী হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট, যা সে শুনে (যাচাই-বাছাই না করে), তা অন্যের কাছে বলে বেড়ায় (মুসলিম : ২৩৭০)।
দুঃখজনক হলেও সত্য যে, কতিপয় দলীয় কিছু সাংবাদিকের সংবাদ দেখলে মনে হয় এটা তারা চুক্তি করে নিয়েছেন যে, যেকোনো কিছুর বিনিময়ে স্বার্থোদ্ধার চাই। আজ আমাদের দেশের এমনও কিছু মিডিয়া আছে; যেগুলো সাংবাদিকতার অন্তরালে ঘৃণ্য কাদা ছোড়াছুড়ি, আক্রোশ ও মিথ্যাচারে লিপ্ত। মিথ্যে তথ্য-তত্ত্ব, বিভ্রান্তিমূলক সংবাদ, মনগড়া, ভুয়া রিপোর্ট, তিলকে তাল, তালকে তিল, সাদাকে কালো, কালোকে সাদা বানাতে তারা সামান্যতমও দ্বিধাবোধ করেন না। এর প্রভাব পড়েছে দেশের সাধারণ জনগণের ওপর। প্রকৃত সাংবাদিক, লেখক, কলামিস্টদের নৈতিক দায়িত্ব হলো সব ক্ষেত্রেই নিরপেক্ষ থাকা। আদর্শচ্যুত এবং হলুদ সাংবাদিকতা জাতিকে বিভ্রান্ত করে। সমাজে অনৈক্য, হিংসা-বিদ্বেষ ছড়ায়। একটি জাতির আশা-আকাঙ্খা সঠিকপথে পরিচালিত করতে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম।
প্রকৃত সাংবাদিকদের শত প্রতিকূলতার মধ্যেও সত্যিকার আদর্শবাদী, বস্তুনিষ্ঠ সাংবাদিকতা করতে হবে। রাজনৈতিক বা অন্য বিষয়ে সাংবাদিকদের ব্যক্তিগত মতামত, দৃষ্টিভঙ্গি বা বিশ্বাস যাই থাকুক না কেন, তাকে পেশাগত দায়িত্ব পালনকালে থাকতে হবে রাজনৈতিক-দলীয় বিভক্তির প্রভাব থেকে মুক্ত। সাংবাদিকদের থাকতে হবে সাংবাদিকতার নীতিমালার প্রতি আনুগত্যশীল। সাংবাদিকরা কর্মে ও বিশ্বাসে থাকতে হবে সৎ, বস্তুনিষ্ঠ ও লোভ-লাললার ঊর্ধ্বে। সাংবাদিকদের থাকতে হবে নৈতিক মূল্যবোধ ও পেশাগত যোগ্যতা। সাংবাদিকদের হতে হবে পেশায় সৎ, কর্মে নিষ্ঠাবান, বিশ্বাসে সৎ। পক্ষপাতিত্ব, স্বার্থসিদ্ধি থেকে ঊর্ধ্বে থেকে সৎ সাংবাদিকতায় নিয়োজিত থাকা প্রত্যেক সাংবাদিকের নৈতিক দায়িত্ব।
পরিশেষে আমি বিশ্বাস করি, সাপ্তাহিক জকিগঞ্জ সংবাদ-এর সকল স্তরের দায়িত্বশীল ও সংবাদকর্মীরা এসব বিষয়ের প্রতি খেয়াল রেখে তাদের প্রকাশনা অব্যাহত রাখবেন। নতুন অঙ্গিকে যাত্রা শুরুর শুভলগ্নে সাপ্তাহিক জকিগঞ্জ সংবাদ-এর প্রতি শুভ কামনা। শুভ হোক আগামীর পথচলা।
খোদা হাফেজ।

জাহিদুর রহমান
চেয়ারম্যান
জকিগঞ্জ মিডিয়া কর্পোরেশন।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
জকিগঞ্জ সংবাদ-এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
প্রতিষ্ঠাতা: রহমত আলী হেলালী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট