জকিগঞ্জ উপজেলার ৮নং কসকনকপুর ইউনিয়নের অন্তর্গত মুন্সীপাড়া গ্রামে অবস্থিত ওয়াজেদ আলী মজুমদার মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক এক কৃতি শিক্ষার্থীকে সানুনান্দ সংবর্ধনা প্রদান করা হয়েছে। বুধবার (২৩ জুলাই) বিকাল ২ ঘটিকায় বিদ্যালয় হলরুমে বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী গুলজার আহমদ পিএইচডি ডিগ্রী অর্জনে আমেরিকা গমন উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহীন আহমদের সভাপতিত্বে ও শিক্ষক আশফাক আহমদ-এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট রাজনীতিবীদ, সমাজসেবী ও শিক্ষানুরাগী মাওলানা মোস্তফা আহমদ আজাদ।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জকিগঞ্জ সিনিয়র ফাজিল মাদ্রাসার সহযোগী অধ্যাপক মাওলানা ফারুক আহমদ, সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন বিদ্যালয়ের সাবেক কৃতি ছাত্র গুলজার আহমদ, অভিভাবকদের পক্ষে বক্তব্য রাখেন ডা. খোবেব আহমদ জাবের, শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন সিনিয়র শিক্ষক শফিকুল ইসলাম, শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন নাজমুস সাকিব ও তাওহিদা জান্নাত।
এছাড়াও অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি গুলজার আহমদ-এর মমতাময়ী মা ও সহধর্মিণী বক্তব্য রাখেন।
অনুষ্ঠান শেষে বিদ্যালয়ের পক্ষ থেকে সংবর্ধিত অতিথি গুলজার আহমদকে ক্রেস্ট ও উপহার প্রদান করেন অনুষ্ঠানের অতিথিবৃন্দ।
Leave a Reply