রাজধানী ঢাকার উত্তরার মাইলস্টোন স্কুল এন্ড কলেজে বিমান বিধ্বস্ত হয়ে দুর্ঘটনায় নিহত ও আহতদের স্মরণে জকিগঞ্জে আলোচনা সভা ও বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৫ জুলাই) সন্ধ্যা ৭ ঘটিকায় জকিগঞ্জ শহরের সোনার বাংলা কনফারেন্স হলে জকিগঞ্জ যুব সমাজের উদ্যোগে এ আয়োজন করা হয়।
স্থানীয় তরুণ সমাজসেবী আশরাফুজ্জামান রাদি’র পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন সোনার বাংলার বহুমুখী সময়বায় সমিতি লিমিটেডের এমডি জাফরুল ইসলাম, জকিগঞ্জ কোর্ট জামে মসজিদের ইমাম মাওলানা আব্দুল গফুর, পাঁচগ্রাম দারুসসুন্না মাদ্রাসার মুহতামিম মাওলানা জয়নুল ইসলাম, কেছরি বড় মসজিদের ইমাম ও খতিব মাওলানা মুহসিন আহমদ রাব্বানী, বিশিষ্ট রাজনীতিবিদ ও ব্যবসায়ী শিবির আহমদ রনি, মোঃ আব্দুল কুদ্দুস, আব্দুশ শাকুর, মাজেদ আহমদ ও রাশেদ আহমদ প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা বলেন, এই দুর্ঘটনায় যারা প্রাণ হারিয়েছেন, তাদের আত্মার মাগফিরাত কামনা করি এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করি। ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা থেকে দেশবাসীকে রক্ষা করতে সরকারের দৃষ্টি আকর্ষণ করা হয়। প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থার উন্নয়ন ও কঠোর মনিটরিং ছাড়া এ ধরনের দুর্ঘটনা প্রতিরোধ সম্ভব নয় বলেও বক্তারা মন্তব্য করেন। জনসাধারণের জীবন ও সম্পদের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানানো হয়।
আলোচনা সভা শেষে মোনাজাত পরিচালনা করেন জকিগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মোশাহিদ আহমদ কামালী।
Leave a Reply