1. admin@zakiganjsangbad.com : admin :
শনিবার, ০৮ নভেম্বর ২০২৫, ০২:২৫ অপরাহ্ন
শিরোনাম :
সুযোগ পেলে জীবনের শেষ সময়টুকু জনগণের খেদমতে উৎসর্গ করতে চাই –মাওলানা উবায়দুল্লাহ ফারুক জকিগঞ্জে বেড়িবাঁধ মেরামতের কাজে বিএসএফের বাধা জকিগঞ্জে বাড়ছে চুরি ও ডাকাতি: পুলিশ-জনতার সম্মিলিত প্রতিরোধ দরকার প্রবাসীদের সুখ হচ্ছে পরিবার-পরিজন ও দেশের মানুষের মুখে হাসি ফুটানো–ইকবাল আহমদ তাপাদার জকিগঞ্জে জামায়াতের প্রার্থী আনওয়ার হোসেন খাঁনের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত জকিগঞ্জে মোবাইলে জুয়া খেলার অপরাধে ছয় যুবকের কারাদণ্ড জকিগঞ্জে প্রবাসী ঐক্য ফোরাম, চৌধুরী বাজার-এর আহবায়ক কমিটি গঠন ইছামতি দারুল উলুম কামিল মাদ্রাসার সাবেক ছাত্র আকতারুজ্জামানের আমেরিকা যাত্রা উপলক্ষে সংবর্ধনা চারটি কেন্দ্রে এবার অনুষ্ঠিত হচ্ছে ফাহিম আল্ চৌধুরী ট্রাস্টের মেধাবৃত্তি পরীক্ষা জকিগঞ্জ বাজার ব্যবস্থাপনা নির্বাচনে গণবিজ্ঞপ্তি প্রকাশ

জকিগঞ্জে ভোটের সাড়ে তিন বছর পর শপথ নিলেন ইউপি চেয়ারম্যান হাসান আহমদ

রহমত আলী হেলালী
  • প্রকাশের সময় : রবিবার, ৩ আগস্ট, ২০২৫

সিলেটে দীর্ঘ সাড়ে তিন বছর আইনি লড়াই শেষে জকিগঞ্জ উপজেলার ৫ নম্বর জকিগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে শপথ নিয়েছেন হাসান আহমদ। আদালতের রায়ে তাকে নির্বাচিত ঘোষণার পর রোববার (০৩ আগস্ট) বিকাল ৪ ঘটিকায় সিলেট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে তার শপথগ্রহণ অনুষ্ঠিত হয়। এ সময় শপথবাক্য পাঠ করান জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ।

এ সময় উপস্থিত ছিলেন কানাইঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা বিএনপির উপদেষ্টা আশিক উদ্দিন চৌধুরী, জকিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা বিএনপির সহ সভাপতি ইকবাল আহমদ, সিলেট মহানগর বিএনপি’র যুগ্ম সম্পাদক ও মহানগর সেচ্ছাসেবক দলের আহবায়ক ভিপি মাহবুবুল হক চৌধুরী ও জকিগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন সেলিমসহ বিএনপি ও অঙ্গ সহযোগি সংগঠনের বিপূল সংখ্যক নেতৃবৃন্দ ও জকিগঞ্জ ইউনিয়নের সাধারণ জনগণ।
জানা গেছে, ২০২২ সালের ০৫ জানুয়ারী উপজেলার জকিগঞ্জ ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ফলাফলে ৩ হাজার ১৩৭ ভোট পেয়ে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী আফতাব আহমদকে চেয়ারম্যান ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী বিএনপি নেতা হাসান আহমদ চশমা প্রতীকে পান ২ হাজার ৯৭৮ ভোট। বিজয়ী ও নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থীর মধ্যে ১৫৯ টি ভোটের ব্যবধান দেখানো হলে ভোট কারচুপির অভিযোগ এনে পুনঃগণনার জন্য সিলেট নির্বাচনী ট্রাইব্যুনাল আদালতে মামলা করেন হাসান আহমদ। নির্বাচনী মামলা নং ০২/২০২২। দীর্ঘ সাড়ে তিন বছর পর গণনা শেষে ৭৮ ভোট বেশি পাওয়ায় তার পক্ষে রায় ঘোষণা করেন সিনিয়র সহকারী জজ আদালত, সিলেট-এর বিজ্ঞ বিচারক। আদালতের রায় পেয়ে গত ১৩ জুলাই বাংলাদেশ নির্বাচন কমিশন বাংলাদেশ গেজেটের অতিরিক্ত সংখ্যায় সংশোধনী বিজ্ঞাপন প্রকাশ করে। সেই ধারাবাহিকতায় হাসান আহমদকে চেয়ারম্যান হিসাবে শপথ পড়ান সিলেট জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ।
এ বিষয়ে হাসান আহমদ বলেন, ‘আদালতের রায়ে নির্বাচিত হয়ে শপথ গ্রহণ করায় আমি অত্যন্ত খুশি। জকিগঞ্জ ইউনিয়নের জনগণের প্রতি আমি কৃতজ্ঞ। তারা তাদের প্রত্যক্ষ ভোটে আমাকে নির্বাচিত করলেও বিগত আওয়ামী সরকারের অনুগত নির্বাচন কমিশন নৌকার প্রার্থীকে চেয়ারম্যান হিসেবে নির্বাচিত ঘোষণা করে। পরে আমি নির্বাচনী ট্রাইব্যুনালে মামলা করলে দীর্ঘ তিন বছর আট মাস পর আজ শপথ গ্রহণ করলাম। আমি আগামী দিনের সুন্দর পথচলায় আমার প্রিয় ইউনিয়নবাসীর সার্বিক সহযোগিতা কামনা করছি।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
জকিগঞ্জ সংবাদ-এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
প্রতিষ্ঠাতা: রহমত আলী হেলালী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট