“আলোকিত দৃষ্টি, মানবিক বন্ধন, চোঁখের আলো ফিরিয়ে দিতে জিয়াউর রহমান ফাউন্ডেশন”, এই প্রতিপাদ্যকে সামনে রেখে জকিগঞ্জ-কানাইঘাটের গরিব ও দুঃস্থ চক্ষু রোগীদের বিনামূল্যে চিকিৎসা সেবা দিতে দরজায় কড়া নাড়ছে জিয়াউর রহমান ফাউন্ডেশন (জেডআরএফ)। সাবেক সফল রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান-এর পারিবারিকভাবে গড়ে উঠা এই ফাউন্ডেশন প্রথমবারের মতো জকিগঞ্জ-কানাইঘাটে কোন কর্মসূচি বাস্তবায়ন করতে যাচ্ছে। আগামী ১৪ আগস্ট বৃহস্পতিবার জকিগঞ্জ উপজেলার ১নং বারহাল ইউনিয়নের পরচকস্থ মৌলভী ছাইর আলী উচ্চ বিদ্যালয়ে এই ফ্রি চক্ষু সেবা কার্যক্রমের শুভ উদ্বোধন করা হবে। আর এই মহতি কাজের নেপথ্যে চমক হয়ে আছেন জকিগঞ্জ উপজেলার ১নং বারহাল ইউনিয়নের মহিদপুর মসজিদ ওয়ালা বাড়ি’র কৃতি সন্তান যুক্তরাজ্য প্রবাসী সমাজসেবী, শিক্ষানুরাগী ও শিল্পপতি ফাহিম আল্ চৌধুরী। জিয়াউর রহমান ফাউন্ডেশন আয়োজিত ফ্রি চক্ষু সেবা কার্যক্রমের সহযোগিতায় রয়েছে তারই প্রতিষ্ঠিত ফাহিম আল্ চৌধুরী ট্রাস্ট।
জানা যায়, অলাভজনক স্বেচ্ছাসেবী সংগঠন হিসেবে ১৯৯৯ সালের ১৮ অক্টোবর জিয়াউর রহমান ফাউন্ডেশন (জেডআরএফ) যাত্রা শুরু করেছিল । বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার পিতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্মৃতি রক্ষার লক্ষ্যে জেডআরএফ প্রতিষ্ঠা করেন। যা ১৮৬০ সালের সোসাইটি অ্যাক্ট দ্বারা নিবন্ধিত একটি অরাজনৈতিক, বেসরকারি ও সেবামূলক প্রতিষ্ঠান। ‘একটি উদ্যোগ, একটু চেষ্টা এনে দেবে স্বচ্ছলতা, দেশে আসবে স্বনির্ভরতা’ এই স্লোগানকে ধারণ করেই গরিব এবং অসহায় মানুষের মাঝে ছুটে চলেছে জেডআরএফ।
সময়ের পরিক্রমায় শহীদ জিয়াউর রহমানের পারিবারিকভাবে গড়ে উঠা জিয়াউর রহমান ফাউন্ডেশন দীর্ঘ প্রায় ২৬ বছর পর সিলেটের সীমান্তবর্তী জনপদ জকিগঞ্জ-কানাইঘাটে সমাজসেবী ও শিল্পপতি ফাহিম আল চৌধুরী’র ব্যবস্থাপনায় একটি সেবামূলক কর্মসূচি বাস্তবায়ন করতে যাচ্ছে।
ইতিমধ্যে জিয়াউর রহমান ফাউন্ডেশন এ কর্মসূচি বাস্তবায়নের জন্য ২১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করেছে। গত শনিবার (২ আগস্ট) জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অধ্যাপক ডাঃ ফরহাদ হালিম ডোনার স্বাক্ষরিত একপত্রে এ কমিটি ঘোষণা করা হয়। ওই পত্রে উল্লেখ করা হয়, জুলাই গণ অভ্যূত্থানের ১ম বছর পূর্তিতে সিলেটের জকিগঞ্জ-কানাইঘাটে ফ্রি চক্ষু চিকিৎসা সেবা এবং চোখের বিভিন্ন অপারেশনের রোগী বাছাই কর্মসূচি বাস্তবায়ন করার জন্য এ কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে ডা. এ এস হায়দার পারভেজ-কে আহবায়ক ও ডা. মোঃ শাকিলুর রহমানকে সদস্য সচিব করে আরও ১৯ জনকে সদস্য রাখা হয়। জিয়াউর রহমান ফাউন্ডেশন কর্তৃক প্রেরিত এ পত্রে উক্ত ফ্রি চিকিৎসা সেবা কর্যক্রমে সার্বিক ব্যবস্থাপনায় ফাহিম আল্ চৌধুরী ট্রাস্টের চেয়ারম্যান ফাহিম আল্ চৌধুরী রয়েছেন বলেও উল্লেখ করা হয়।
এ বিষয়ে জানতে চাইলে ফাহিম আল্ চৌধুরী ট্রাস্টের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ফাহিম আল চৌধুরী বলেন, আলহামদুলিল্লাহ! একটি ঐতিহাসিক মুহূর্তের সূচনা হচ্ছে আমাদের অঞ্চলে। জিয়াউর রহমান ফাউন্ডেশন (জেডআরএফ)-এর মহৎ উদ্যোগ এবং ফাহিম আল চৌধুরী ট্রাস্ট-এর সহযোগিতায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা এবার আমাদের দরজায় কড়া নাড়ছে। এই কর্মসূচি শুধু একটি চিকিৎসা ক্যাম্প নয়, এটি আশা, সহমর্মিতা এবং মানবতার এক জীবন্ত উদাহরণ।এই উদ্যোগ হাজার হাজার মানুষকে নতুন আলো দেখাবে, শারীরিকভাবে যেমন, তেমনি মানসিকভাবেও। যারা অর্থের অভাবে ভালো চিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছেন, তাদের জন্য এই চিকিৎসা সেবা এক অপার আশীর্বাদ।
আমি আমার অন্তরের গভীর থেকে কৃতজ্ঞতা জানাই জিয়াউর রহমান ফাউন্ডেশন-কে, যারা আমাদের মানুষের কষ্ট অনুভব করেছেন, আমাদের বিশ্বাস করেছেন এবং আমার ট্রাস্ট-কে এই মহান কাজে সমন্বয়ের দায়িত্ব দিয়ে সম্মানিত করেছেন। তাদের উদারতা, ভালোবাসা ও মানবিক চেতনা আমাদের হৃদয় ছুঁয়ে যায়।
এই কর্মসূচি শুধু চোখের আলো ফিরিয়ে দেবে না, বরং মানুষের অন্তরে জাগাবে বিশ্বাস, ভরসা ও ভালোবাসার আলো। আমরা সবাই মিলে এই আলোর যাত্রাকে সফল করতে হবে।
আসুন, মানবতার পাশে দাঁড়াই। জিয়াউর রহমান ফাউন্ডেশন-এর প্রতি রইল অশেষ শ্রদ্ধা, ভালোবাসা ও দোয়া। এই উদ্যোগ হোক আমাদের এলাকার নতুন দিগন্তের সূচনা।
Leave a Reply