সিলেট নগরীর অভিজাত এলাকা শাহজালাল (রহ.) উপশহরে আল-মানার জেনারেল হসপিটাল নামে একটি ক্লিনিক-এর শুভ উদ্বোধন করা হয়েছে। বুধবার (৬ আগস্ট) বিকাল ৫টা ৩০ মিনিটের সময় হসপিটাল মিলনায়তনে কম খরচে উন্নত সেবার প্রতিশ্রুতি নিয়ে হসপিটালটি যাত্রা শুরু করে।
আল-মানার জেনারেল হসপিটাল-এর চেয়ারম্যান ও জকিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান গোলাম রোকবানী চৌধুরী জাবেদ-এর সভাপতিত্বে অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন আহসান হাবীব।
আল-মানার জেনারেল হসপিটাল-এর এমডি ছরওয়ার হোসেন ও ডিএমডি জয়নাল আবেদীন লস্কর জুয়েল-এর পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বিপূল সংখ্যক গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাহিত্যিক ও কলামিষ্ট আফতাব চৌধুরী, সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি গোলজার আহমদ হেলাল, সিলেট মহানগর ইমাম সমিতির সভাপতি মাওলানা হাবিব আহমদ শিহাব, সাবেক পুলিশ সুপার কাওছার আহমদ হায়দারী, ওয়েস্টার পোল্ট্রি এন্ড ফিসারি-এমডি ইমরান হোসাইন, জকিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সাবেক স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সিরাজুল ইসলাম খাঁন, জকিগঞ্জ প্রেসক্লাবের সহ সভাপতি রহমত আলী হেলালী, তরুণ আইনজীবী এডভোকেট জিল্লুল হক তাপাদার, সিলেট জেলা জমিয়তে উলামার সাধারণ সম্পাদক মাওলানা তাহুরুল হক জকিগঞ্জী, সুবাস সম্পাদক কবি সৈয়দ আছলাম হোসেন, নিরাপদ সড়ক চাই, সিলেট-এর সাধারণ সম্পাদক এম. বাবর লস্কর, হসপিটালের ভাইস চেয়ারম্যান প্রভাষক দিলশাদ মিয়া ও ভাইস চেয়ারম্যান সুয়েব লস্কর।
এ সময় সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জালালাবাদ রাগীব রাবেয়া মেডিক্যাল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক ডা. মিনহাজ আহমদ, সাবেক কাউন্সিলর শফিকুর রহমান চৌধুরী, শাহজালাল (রহ.) উপশর পুলিশ ফাঁড়ি’র ইনচার্জ আনোয়ার আহমদ, জকিগঞ্জ একতা ফোরামের সহ সভাপতি নুরুল হক চৌধুরী, সাধারণ সম্পাদক শহিদুর রহমান তাপাদার চুনু, এনজিও সংস্থা স্রাক-এর চেয়ারম্যান কয়েছ আহমদ তালুকদার, নকশি বাংলা ফাউন্ডেশনের চেয়ারম্যান মাজহারুল ইসলাম জয়নাল, বিশিষ্ট আইনজীবী এডভোকেট মাহবুবুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী আহমদ শাহ ছাব্বির বাবু, হিফজুর রহমান খান খোকন, আব্দুল করিম ও সাংবাদিক রায়হান আহমদ প্রমূখ।
হসপিটাল কর্তৃপক্ষ জানান, এখানে নরমাল ডেলিভারির সর্বোচ্চ চেষ্টা করা হয়। এছাড়াও এখানে ২৪ ঘন্টা জরুরী সেবা, ফার্মেসী, বিশেষজ্ঞ ডাক্তার চেম্বার, সবধরণের রোগী ভর্তি, সুসজ্জিত কেবিন, সিজারিয়ান ডেলিভারি, জেনারেল সার্জারি, সুন্নতে খৎনা, প্যাথলজি ল্যাব, আল্ট্রাসনোগ্রাম ও ইসিজি’র সু-ব্যবস্থা রয়েছে।
Leave a Reply