সিলেট-জকিগঞ্জ আঞ্চলিক মহাসড়কের কাঠলিপুল নামক স্থানে একটি প্রাইভেট কার ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুজন।
শুক্রবার (৮ আগস্ট) বিকাল ৪ টার দিকে বিয়ানীবাজার উপজেলার চারখাই ইউনিয়নের কাঠলিপুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম আশরাফ আহমদ (৪২)। তিনি জকিগঞ্জ উপজেলার বারহাল ইউনিয়নের নিদনপুর গ্রামের মৃত সিরাজ উদ্দিনের ছেলে। পেশায় তিনি সিএনজি অটোরিকশা চালক ছিলেন। দুর্ঘটনার সময় আশরাফ সিএনজি অটোরিকশা চালক ছিলেন।
দুর্ঘটনায় আহত হয়েছেন নিহত সিএনজি চালকের চাচাতো ভাই মৃত শিহাব উদ্দিনের স্ত্রী সিএনজি আরোহী মনোয়ারা বেগম (৪০) ও মনোয়ারা বেগমের ভাই (৫০)।
বর্তমানে নিহত আশরাফ আহমদের লাশ সিলেট এম.এ.জি. ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রয়েছে এবং আহত দুজনকে সেখানে চিকিৎসা দেওয়া হচ্ছে।
বিষয়টি জকিগঞ্জ সংবাদকে নিশ্চিত করেছেন নিহত আশরাফ আহমদের ভাতিজা ফয়ছল আহমদ। তিনি জানান, সিএনজি চালক আশরাফ আহমদ নিজের চাচাতো ভাইয়ের স্ত্রী মনোয়ারা বেগম ও তাঁর ভাইকে চিকিৎসার জন্য সকালে সিলেট নিয়ে গিয়েছিলেন। বিকেলে বাড়ি ফেরার পথে চারখাই এলাকার কাঠলিপুল নামক স্থানে গাড়ি অভারটেক করতে গিয়ে প্রাইভেট কারের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। তাদের আহত অবস্থায় প্রথমে চারখাই এবং পরে উন্নত চিকিৎসার জন্য সিলেট এম.এ.জি. ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে সন্ধ্যা ৭ টার দিকে চিকিৎসকরা আশরাফ আহমদকে মৃত ঘোষণা করেন এবং গুরুতর আহত বাকি দু’জনকে হাসপাতালে ভর্তি করেন।
এ বিষয়ে জানতে চাইলে বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আশরাফুজ্জামান জানান, সড়ক দূর্ঘটনার পরপর আমরা আহতদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছি। এখন খবর পাচ্ছি সিএনজি চালক মারা গেছেন।
Leave a Reply