জকিগঞ্জ উপজেলা বিএনপির সহ সভাপতি ও ৩নং কাজলসার ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্ব চেরাগ আলী হৃদরোগে আক্রান্ত হয়ে সিলেট হার্ট ফাউন্ডেশনের সিসিইউতে চিকিৎসাধীন রয়েছেন। তিনি শুক্রবার (৮ আগস্ট) গভীর রাতে জকিগঞ্জ উপজেলার রতনগঞ্জ নিজ বাড়িতে হৃদরোগে আক্রান্ত হলে ওইদিন ভোরে তাকে সিলেট হার্ট ফাউন্ডেশনে নিয়ে আসা হয়। সেখানে বর্তমানে তিনি সিসিইউতে চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন।
শনিবার রাতে তাঁর এক ভাতিজা জানিয়েছেন, শনিবার সকালের দিকে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। উনার হার্টে সমস্যা রয়েছে। অনেক পরীক্ষা করা হয়েছে। রিপোর্ট পেলে নিশ্চিত করে বলা যাবে তাঁর বর্তমান পরিস্থিতি কেমন।
অসুস্থ আলহাজ্ব চেরাগ আলীর ছেলে শামসুর রহমান শামীম জানান, বর্তমানে উনার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। তিনি সবার নিকট তাঁর বাবা’র জন্য দোয়া কামনা করেন।
Leave a Reply