সিলেট নগরীর কুদরত উল্লাহ মার্কেটে অবস্থিত নোমানীয়া লাইব্রেরীর সত্ত্বাধিকারী ও সিলেট মহানগর আল-ইসলাহ’র সাবেক সহ সভাপতি হাফিজ নোমান আহমদ (৭১) ইন্তেকাল করেছেন। শনিবার (৯ আগস্ট) সকাল ৬টা ৩০ মিনিটের সময় সিলেট নর্থ ইষ্ট মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও পাঁচ মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে যান। ওইদিন বাদ আসর জকিগঞ্জ উপজেলার ৬নং সুলতানপুর ইউনিয়নের ঘেচুয়া দক্ষিণ পশ্চিম জামে মসজিদের সামনে অনুষ্ঠিত হয়। জানাজার ইমামতি করেন মরহুমের ভাগনা মাওলানা আফতাব উদ্দিন। পরে তাদের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তাঁর মৃত্যুতে বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও ধর্মীয় নেতৃবৃন্দসহ ব্যবসায়ীরা শোক প্রকাশ করেছেন।
উল্লেখ্য যে, হাফিজ নোমান আহমদ জকিগঞ্জ উপজেলার ৬নং সুলতানপুর ইউনিয়নের ঘেচুয়া দক্ষিণ পশ্চিম মহল্লার বাসিন্দা ও সিলেট নগরীর কুদরত উল্লাহ মার্কেটের দীর্ঘ পঁচিশ বছরের লাইব্রেরী ব্যবসায়ী। এর আগে তিনি জিন্দাবাজার রাজা ম্যানশনে পুস্তক ব্যবসা করতেন বলে তাঁর বড় ছেলে মিছবাহ উদ্দিন জানিয়েছেন। তাঁরা বর্তমানে সিলেট নগরীর শাহজালাল (রহ.) উপশহরের জি-ব্লকে বসবাস করেন। তিনি তাঁর পিতার জন্য সর্ব মহলের নিকট দোয়া কামনা করেছেন।
Leave a Reply