সিলেট নগরীর নির্মাণাধীন একটি ভবনের তিন তলা থেকে পড়ে মাহফুজ আহমদ (২০) নামের একজন নির্মাণ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (২৩ আগস্ট) সকালে সিলেট নগরীর একটি নির্মাণাধীন ভবনের তৃতীয় তলায় কাজ করার সময় অসাবধানতাবশত নিচে পড়ে গিয়ে গুরুতর আঘাতপ্রাপ্ত হয়ে মৃত্যুবরণ করেন। নিহত মাহফুজ আহমদ জকিগঞ্জ উপজেলার ৮নং কসকনকপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের অন্তর্গত হানিগ্রাম (দক্ষিণ মহল্লার) হাফিজ আহমদের ছেলে।
জানা যায়, জীবিকার তাগিদে কয়েকদিন আগে মাহফুজ আহমদ গ্রাম থেকে সিলেট নগরীতে কাজের জন্য গিয়েছিলেন। সেখানে কাজ করতে গিয়ে তিন তলা থেকে নীচে পড়ে মৃত্যুবরণ করেন। তাঁর এমন মর্মান্তিক মৃত্যুতে পরিবার লোকজন সহ আত্মীয়-স্বজন, পাড়া-প্রতিবেশী, বন্ধু-বান্ধবসহ পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
Leave a Reply