সিলেটের জকিগঞ্জ সীমান্তে চোরাচালান ও মাদক প্রতিরোধে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় সিগারেট ও পাতার বিড়ি জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শনিবার (৬ সেপ্টেম্বর) রাতে জকিগঞ্জ উপজেলার ২নং বীরশ্রী ইউনিয়নের মইয়াখালী এলাকায় স্থানীয় লক্ষীবাজার বিওপি’র একটি টহল দল অভিযান চালায়। এ সময় মালিকবিহীন অবস্থায় ভারতীয় সিগারেট ১৪ হাজার ৪০০ পিস ও পাতার বিড়ি ১ লক্ষ ৯১ হাজার পিস জব্দ করা হয়। যার আনুমানিক বাজারমূল্য ৬ লাখ ৭০ হাজার টাকা।
সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর অধিনায়ক বলেন-উর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্ত এলাকায় নিরাপত্তা রক্ষা, চোরাচালান এবং মাদকদ্রব্য পাচার প্রতিরোধে বিজিবির অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় বিপুল পরিমাণ ভারতীয় সিগারেট, পাতার বিড়ি ও বিভিন্ন স্থান থেকে বিদেশী মদ জব্দ করা হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি)-এর অধিনায়ক লে. কর্নেল মোঃ জুবায়ের আনোয়ার, পিএসসি বলেন- সীমান্ত সুরক্ষায় গোয়েন্দা তৎপরতা ও চোরাচালান বিরোধী অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে। জনগণের সহযোগিতায় সীমান্তকে নিরাপদ রাখা হবে।
প্রসঙ্গত, সীমান্ত এলাকায় অবৈধ চোরাচালান ও মাদক প্রতিরোধে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত রয়েছে, যা দেশের অর্থনীতি, জনস্বাস্থ্য ও আইনশৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
Leave a Reply