সিলেটের জকিগঞ্জে ভয়াবহ মোটর সাইকেল দুর্ঘটনায় আহত মোঃ আবুল হাসান সাঈদ (২৫) নামের এক যুবক টানা পাঁচদিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে অবশেষে মৃত্যুর কাছে হার মানলেন।
শনিবার (১৩ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে সিলেট এম.এ.জি. ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের লাইফ সাপোর্টে তার মৃত্যু হয়।
নিহত আবুল হাসান সাঈদ জকিগঞ্জ উপজেলার ৭নম্বর বারঠাকুরী ইউনিয়নের ৩নম্বর ওয়ার্ডের উত্তর বারগাত্তা গ্রামের মৃত হাফিজ মাওলানা আব্দুল মালিকের ছেলে।
জানা যায়, রোববার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা ৩০ মিনিটের দিকে আবুল হাসান সাঈদ সিলেট-জকিগঞ্জ সড়কের চেকপোস্ট বাজার এলাকায় মোটর সাইকেল দুর্ঘটনায় আহত হন। তিনি স্থানীয় সোনাসার বাজার থেকে কালিগঞ্জ বাজার যাওয়ার পথে একজন মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে বাঁচতে গিয়ে এ মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় শিকার হন। এ সময় স্থানীয় কসকনকপুর ইউনিয়নের খোজারমহল্লা এলাকার মানসিক ভারসাম্যহীন দিপু আহমদ ও অজ্ঞাত এক ব্যক্তি আহত হয়েছেন বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। গুরুতর আহত আবুল হাসান সাঈদকে তাৎক্ষণিক উদ্ধার করে সিলেট এম.এ.জি.ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ)তে ভর্তি করেন। আইসিইউতে তিনদিন থাকার পর তার অবস্থার কোন উন্নতি না হওয়ায় তাকে লাইফ সাপোর্টে নেয়া হয়। লাইফ সাপোর্টে চিকিৎসাধীন দুইদিন থাকার পর শনিবার দুপুরে তার মৃত্যু হয়। একজন তরুণ উদীয়মান সমাজকর্মী ও সংগঠক আবুল হাসান সাঈদের এমন মৃত্যুতে পুরো জকিগঞ্জ জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। অত্যন্ত নম্র ও ভদ্র স্বভাবের তরুণ এই সংস্কৃতিক কর্মীর মৃত্যুর খবরে তার বন্ধু-বান্ধব, সহকর্মী ও পরিচিতজনরা ভেঙে পড়েছেন।
এ বিষয়ে জানতে চাইলে জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম মুন্না বলেন, পরিবারের আবেদনের প্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। পরিবার চাইলে এ ঘটনায় মামলা দায়ের করতে পারবে।
Leave a Reply