সার্বজনীন শারদীয় দুর্গাপূজা-২০২৫ যথাযথ উদযাপন উপলক্ষে সিলেটের জকিগঞ্জ থানা পুলিশের উদ্যোগে পূজা উদযাপন কমিটি ও পূজা মন্ডপের দায়িত্বশীলদের সঙ্গে প্রস্তুতিমূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকাল ১১ ঘটিকার সময় জকিগঞ্জ শহরের একটি হলরুমে জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জহিরুল ইসলাম মুন্নার সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জকিগঞ্জ-বিয়ানীবাজার সার্কেলের দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মফিজুর রহমান। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জকিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ মাহবুবুর রহমান ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রণব বিশ্বাস। সভায় প্রচুর বৃষ্টি উপেক্ষা করে থানা এলাকার ৮৫টি পূজা মন্ডপের সভাপতি/সাধারণ সম্পাদক, পূজা উদযাপন কমিটির সদস্যবৃন্দ, হিন্দু কমিউনিটির নেতৃবৃন্দ, ফায়ার সার্ভিস, বিজিবি, পল্লী বিদ্যুৎ ও আনসার কর্মকর্তা ছাড়াও সাংবাদিক এবং বীর মুক্তিযোদ্ধাগণ উপস্থিত ছিলেন।
সভায় পূজা মণ্ডপের সার্বিক নিরাপত্তা, আইনশৃঙ্খলা পরিস্থিতি ও করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পূজা পূর্ববর্তী ও পূজাকালীন সময়ে করণীয়-বর্জনীয় বিষয়ে দিকনির্দেশনা প্রদান করা হয়। এছাড়াও স্বেচ্ছাসেবক নিয়োগ, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতকরণ ও পূজা মণ্ডপে সিসি ক্যামেরা স্থাপনসহ নিরাপত্তা জোরদারের ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।
সভায় সভাপতি’র বক্তব্যে জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম মুন্না বলেন, “আমরা সকলে মিলে উৎসবমুখর পরিবেশে সুষ্ঠুভাবে জকিগঞ্জে শারদীয় দুর্গোৎসব উদযাপন করবো। কোথায় কোন অপ্রীতিকর কিংবা পূজা মন্ডবে যেকোন ধরনের সমস্যা সৃষ্টি হলে তাৎক্ষনিত জকিগঞ্জ থানা পুলিশকে অবহিত করার জন্য তিনি অনুরোধ জানান।”
Leave a Reply