জকিগঞ্জ সরকারি কলেজের মূল গেইট নির্মাণ কাজ দীর্ঘ কয়েক মাস থেকে বন্ধ থাকায় পুনরায় কাজ চালুর দাবীতে মানববন্ধন ও সড়ক অবরোধ করেছে শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকাল পৌনে ১১ টা থেকে বিকাল ২ ঘটিকা পর্যন্ত কলেজের সামনে জকিগঞ্জ-আটগ্রাম সড়কে মানববন্ধন ও অবরোধ কর্মসূচি পালন করে ছাত্র-ছাত্রীবৃন্দ। এতে এই সড়ক দিয়ে যান চলাচল বন্ধ হয়ে পড়ে এবং সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। প্রায় আড়াই ঘণ্টা পর জকিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ মাহবুবুর রহমান সরেজমিনে এসে দ্রুত গেইট নির্মাণ কাজ শুরু করার আশ্বাস দিলে শিক্ষার্থীরা সড়ক থেকে সরে যান। দীর্ঘ ৩ ঘন্টা পর শিক্ষার্থীরা সড়ক ছেড়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়।
আন্দোলনকারী শিক্ষার্থী একাদশ শ্রেণির সাজিদ আহমদ, সালমান আহমদ, হাবিব আহমদ, মাহফুজুর রহমান, খাইরুল ইসলাম, সুহেল আহমদ, মৃণাল রায়. ফরহাদ আহমদ, দিলু আহমদ ও আতিকুর রহমান জানান, দীর্ঘ কয়েক মাস থেকে কলেজের মেইন গেইট নির্মাণকাজ থেমে আছে। বারবার দাবির পরও কাজ শুরু না হওয়ায় তারা এমন কর্মসূচি দিতে বাধ্য হয়েছেন। তারা আরও বলেন- “আমাদের কলেজের মানসম্মত প্রবেশদ্বার নেই। এটি শুধু সৌন্দর্যের বিষয় নয়, বরং নিরাপত্তার বিষয়টিও জড়িত। গেইটের কাজ দ্রুত সম্পন্ন না হলে আমরা আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব।”
এ বিষয়ে জানতে জকিগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মুসলেহ উদ্দিন খানের সাথে যোগাযোগ করলে তিনি জানান, বেশ কয়েক মাস থেকে কলেজের মূল গেইটের কাজ বন্ধ থাকায় কলেজের শিক্ষার্থীরা মানববন্ধন করেছে। আমি ছুটিতে থাকায় এ বিষয়ে বিস্তারিত বলা সম্ভব নয়। শোনেছি পরে ইউএনও সাহেব এসে শিক্ষার্থীদের দ্রুত কাজ শুরুর আশ্বাস দিয়ে সরিয়ে নিয়েছেন।
এ বিষয়ে জকিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ মাহবুবুর রহমান বলেন, জকিগঞ্জ সরকারি কলেজ শিক্ষার্থীরা যে দাবিতে কর্মসূচি শুরু করেছিল তা পূরণের আশ্বাস দিলে তারা অবরোধ তুলে নেয়। আমি এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছি।
Leave a Reply