বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় পরিষদের টানা তিনবারের উপদেষ্টা, সিলেট জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক সৈয়দ আবু নছর মৃত্যুতে শোক ও সমবেদনা জ্ঞাপন করেছেন সিলেট মহানগর আওয়ামী লীগ সভাপতি বীরমুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ।
শনিবার (২৩ অক্টোবর) রাত সাড়ে ৯টায় সিলেট নগরীর মেন্দিবাগ এলাকায় নিজ বাসভবনে সৈয়দ আবু নছর ইন্তেকাল করলে তাৎক্ষণিক দেখতে যান সিলেট মহানগর আওয়ামী লীগ সভাপতি বীরমুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ।
তিনি নিজ নামীয় ফেসবুক পেইজে শোক ও সমবেদনা জ্ঞাপন করে বলেন, আমার রাজনীতির দীর্ঘ দিনের সহযোদ্ধা ছিলেন নছর ভাই। অত্যান্ত অমায়িক একজন লোক যিনি যেকোন বিষয়ে খুব সহজ সমাধান দেয়ার ক্ষমতা রাখতেন, সকল অবস্থাতেই ঠান্ডা মেজাজের মানুষ ছিলেন তিনি। আজকে তার মৃত্যুতে আমি আমার এক বড় ভাইকে হারালাম। শুধুমাত্র যে রাজনৈতিক বিষয় নিয়ে আমাকে তিনি ডাকতেন তা নয়, উনি আমাকে তার পরিবারের একজন মনে করতেন বলেই হয়ত তার পারিবারিক অনেক বিষয়েও আমাকে জানাতেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাথেও নসর ভাইয়ের অনেক ঘনিষ্ঠ সম্পর্ক ছিল।
আজ আমি আমি আমার এক বড় ভাই এবং সিলেটবাসী একজন প্রবীণ বর্ষীয়ান মুরব্বীকে হারালো।
এছাড়া এক শোক বার্তায় সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
উল্লেখ্য যে, এডভোকেট সৈয়দ আবু নছরের মৃত্যুকালে বয়স হয়েছিল ৮৬ বছর। তিনি স্ত্রী, ৩ ছেলে, ২ মেয়ে ও নাতি-নাতনীসহ অসংখ্য আত্মীয়-স্বজন, গুণগ্রাহী ও শতশত রাজনৈতিক নেতাকর্মী রেখে গেছেন।
আগামীকাল রোববার বাদ জোহর সিলেট দরগাহে হযরত শাহজালাল (রহ.) প্রাঙ্গণে জানাজা শেষে সেখানেই তাকে দাফন করা হবে।
Leave a Reply