জকিগঞ্জ পৌরসভার প্রাণকেন্দ্র জকিগঞ্জ বাজার ব্যবস্থাপনা কমিটি’র নির্বাচন নিয়ে প্রায় বছরখানেক থেকে তোড়জোড় চলছিল। অবশেষে জকিগঞ্জ পৌরসভার প্রশাসক ও সহকারী কমিশনার ভূমি প্রনয় বিশ্বাস একটি গণবিজ্ঞপ্তি প্রকাশের মধ্যদিয়ে সেই অপেক্ষার অবসান ঘটিয়েছেন।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) প্রকাশিত এই গণবিজ্ঞপ্তিতে বলা হয়, ব্যাবসায়ীদের আবেদনের প্রেক্ষিতে এবং বাজার সুষ্ঠুভাবে পরিচালনার নিমিত্তে “জকিগঞ্জ বাজার ব্যবস্থাপনা কমিটির নির্বাচন -২০২৫ আয়োজন উপলক্ষে আয়োজিত সভার সিদ্ধান্ত মোতাবেক নির্বাচনের রোডম্যাপ ও শর্তাবলী নিম্নে প্রদান করা হলো। রোডম্যাপ ও শর্তাবলী অনুযায়ী ট্রেড লাইসেন্স আবেদনের শেষ সময় ৩ নভেম্বর, খসড়া ভোটার তালিকা প্রকাশ ০৬ নভেম্বর, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ১৩ নভেম্বর, নির্বাচনের শিডিউল বিক্রয় ১৬ থেকে ২০ নভেম্বর, নির্বাচন অনুষ্ঠিত হবে ২৯ নভেম্বর।
এছাড়াও বিজ্ঞপ্তিতে জকিগঞ্জ পৌরসভার মেয়র বা প্রশাসক পদাধিকার বলে কমিটির সভাপতির দায়িত্ব পালন করবেন উল্লেখ করে বিভিন্ন পদের জন্য শিডিউল (মনোনয়নপত্র)-এর মূল্য তালিকা প্রকাশ করা হয়েছে। এতে সিনিয়র সহসভাপতি, সহসভাপতি, সাধারণ সম্পাদক, সহ সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক ও কোষাধ্যক্ষ পদে নির্বাচনের জন্য শিডিউল ক্রয়মূল্য যথাক্রমে ১২,০০০/= (বারো হাজার) টাকা, ৭,০০০/= (সাত হাজার) টাকা, ১২,০০০/= (বারো হাজার) টাকা, ৭,০০০/= (সাত হাজার) টাকা, ১০,০০০/= (দশ হাজার) টাকা এবং কার্যনির্বাহী সদস্য পদে ৫,০০০/= (পাঁচ হাজার) টাকা নির্ধারণ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়েছে যে, কেবল ট্রেড লাইসেন্স থাকলেই হবে না, ভোটার হওয়ার জন্য ব্যবসা প্রতিষ্ঠানের হোল্ডিং নম্বর থাকা বাধ্যতামূলক এবং অবশ্যই পৌরসভার রেজিস্টার্ড ব্যবসায়ী হতে হবে।
এদিকে দীর্ঘ প্রতীক্ষার পর নির্বাচন অনুষ্ঠানের এই ঘোষণায় জকিগঞ্জের ব্যবসায়ীরা উচ্ছ্বাস প্রকাশ করেছেন। নতুন নেতৃত্ব নির্বাচনের মাধ্যমে বাজারের সামগ্রিক ব্যবস্থাপনায় গতি ফিরবে এবং ব্যবসায়িক পরিবেশ উন্নত হবে বলে তারা আশা করছেন।
Leave a Reply