বাংলাদেশ বেসরকারি শিক্ষক-কর্মচারী ফোরাম ও এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ প্রত্যাশী জোটের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সদস্য সচিব এবং জকিগঞ্জ সিনিয়র ফাজিল মাদ্রাসার সহকারী অধ্যাপক মোঃ রফিকুল ইসলাম সুহেলকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। শনিবার (৮ নভেম্বর) বিকাল ৩ ঘটিকার সময় জকিগঞ্জ প্রেসক্লাব হলরুমে বাংলাদেশ বেসরকারি শিক্ষক-কর্মচারী ফোরাম ও এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ প্রত্যাশী জোট জকিগঞ্জ উপজেলা শাখা এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে। ফোরামের আহবায়ক ও গঙ্গাজল হাসানিয়া সিনিয়র মাদ্রাসার সহকারী অধ্যাপক মো: আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জকিগঞ্জ ফাজিল সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা এখলাছুর রহমান ।
প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক শিক্ষক সমিতি (বিটিএ) সিলেট জেলা সভাপতি মোঃ কুতুব উদ্দিন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইছামতি ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক ও কলেজ শিক্ষক সমিতি সিলেট জেলার সভাপতি জ্যোতিষ মজুমদার। সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এমপিভুক্ত শিক্ষক-কর্মচারী দাবি আদায়ে আপোষহীন শিক্ষক নেতা রফিকুল ইসলাম সোহেল।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন জকিগঞ্জ ফাজিল সিনিয়র মাদ্রাসার সহকারী অধ্যাপক মো: মনোয়ার হোসেন, বারহাল ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মো: আহমদ হোসেন, হাজী তৈয়ব আলী বালিকা দাখিল মাদ্রাসার সুপার জামিল আহমদ, জকিগঞ্জ কেজি গার্লস হাই স্কুলের প্রধান শিক্ষক ফেরদৌস আলম, ওয়াজেদ আলী মজুমদার মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শাহিন আহমদ, চাপঘাট রহিমপুর সুন্নি দাখিল মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার মাওলানা মোঃ কুতুব উদ্দিন, জকিগঞ্জ গার্লস হাই স্কুলের সহকারী প্রধান শিক্ষক মো: রফিকুল ইসলাম, গঙ্গাজল হাসানিয়া সিনিয়র মাদ্রাসার প্রভাষক মো: মহি উদ্দিন, প্রভাষক মো: হাসানুর রশিদ, জকিগঞ্জ ফাজিল সিনিয়র মাদ্রাসার প্রভাষক মো: মহিবুল্লাহ আজাদ, প্রভাষক মো: খায়রুল ইসলাম, সহকারী শিক্ষক সিরাজুল ইসলাম, সহকারী শিক্ষক মো: মোশাররফ হোসেন, হাজী তৈয়ব আলী বালিকা দাখিল মাদ্রাসার সিনিয়র মৌলভী মাওলানা মো: হাবিবুল্লাহ বাহার, সহকারী শিক্ষক রজত অধিকারী, গঙ্গাজল হাসানিয়া সিনিয়র মাদ্রাসার সহকারী শিক্ষক সোহেল রানা, উত্তরকুল দারুস সুন্নাহ দাখিল মাদ্রাসার শিক্ষক মো: সালেহ আহমদ, নবীগঞ্জ দারুসসুন্নাহ দাখিল মাদ্রাসার সহকারী মৌলভী জাহাঙ্গীর আলম, শিক্ষক মো: ফয়জুল হক, গোলাম মস্তফা চৌধুরী একাডেমির সহকারী শিক্ষক মো: সামিউল ইসলাম, মোজাম্মেল হক আজাদী, সোহেল আহমদ, থানাবাজার লতিফিয়া ফুরকানিয়া দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক মো: নূরুল হুদা, রহিমপুর সুন্নি দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক মো: জসিম উদ্দিন, ডা: তফজ্জুল আলী মহিলা দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক মো: আইয়ুব আলী, জকিগঞ্জ ফাজিল সিনিয়র মাদ্রাসার ইবতেদায়ী প্রধান মো: ফদ্বলুর রহমান, জকিগঞ্জ গার্লস হাই স্কুলের সহকারী শিক্ষক মো: ইসমাইল হোসেন ও ডা: তফজ্জুল আলী মহিলা দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক মো: আকিকুল ইসলাম প্রমূখ।
অনুষ্ঠানে এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ প্রত্যাশী জোটের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব রফিকুল ইসলাম সোহেল স্যারের বিগত শিক্ষক আন্দোলনে ত্যাগ, দক্ষতার ভূয়সী প্রশংসা করেন উপস্থিত সকলেই। বক্তারা বলেন-শিক্ষকদের ১৫ শতাংশ বাড়ি ভাড়া আদায় প্রাথমিক বিজয়। তাদের এ আন্দোলন জাতীয়করণ হওয়ার পূর্ব পর্যন্ত অব্যাহত থাকবে। শিক্ষক নেতা দেলওয়ার হোসাইন আজিজির নেতৃত্বে তাদের আন্দোলন জাতীয়করণ না হওয়া পর্যন্ত চলবে। বাংলাদেশের সীমান্তবর্তী উপজেলা জকিগঞ্জ থেকে ঢাকা কেন্দ্রীয় শহিদ মিনারে দীর্ঘদিন আন্দোলনে নেতৃত্ব প্রদান করে বিজয় ছিনিয়ে আনায় উপস্থিত বক্তারা রফিকুল ইসলাম সোহেলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। ভবিষ্যতে শিক্ষকদের দাবী আদায়ের যে কোন আন্দোলনে একত্রিত থেকে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। অনুষ্ঠানে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের আন্দোলনে পুলিশের সাউন্ড গ্রেনেড হামলার তীব্র নিন্দা জানানো হয়।
Leave a Reply