আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ এবং বেগম রোকেয়া দিবসে শ্রেষ্ঠ জয়িতা’র সম্মাননা পেয়েছেন জকিগঞ্জ পৌরসভার সংরক্ষিত কাউন্সিলর জোসনা খানম। বৃহস্পতিবার মহিলা বিষয়ক অধিদপ্তর এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সারাদেশ ব্যাপী জয়িতা অন্বেষণে বাংলাদেশ শীর্ষক বিশেষ কার্যক্রমে সমাজ উন্নয়নে অবদানের জন্য তাকে ক্রেস্ট ও সম্মাননাপত্র প্রদান করা হয়।
জকিগঞ্জ উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার সার্বিক ব্যবস্থাপনায় এতে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমী আক্তার, জকিগঞ্জ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মাজেদা রওশন শ্যামলী, উপজেলা শিক্ষা কর্মকর্তা নাজনীন সুলতানা ও জকিগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) সুমন চন্দ্র সরকার প্রমূখ।
উল্লেখ্য যে, জোসনা খানম জকিগঞ্জ পৌরসভার অন্তর্গত হাইদ্রাবন্দ গ্রামের বাসিন্দা। তিনি দীর্ঘ দুই যুগের অধিক সময় থেকে সমাজ উন্নয়নে কাজ করে যাচ্ছেন। জকিগঞ্জ পৌরসভার সংরক্ষিত মহিলা ওয়ার্ডে দু’বার কাউন্সিলর নির্বাচিত হন। এছাড়া তিনি জকিগঞ্জ উপজেলা মহিলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি ও জকিগঞ্জ নারী উন্নয়ন ফোরামের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।
Leave a Reply