সিলেটের জকিগঞ্জ থানা পুলিশের অভিযানে ২১ হাজার পিস ইয়াবা বড়িসহ একজনকে গ্রেফতার করা হয়েছে। শনিবার (২০ ডিসেম্বর) বিকেল ৫টার দিকে জকিগঞ্জ থানাধীন ৪নং খলাছড়া ইউনিয়নের পশ্চিম মাদারখাল এলাকার নিজ বাড়ি থেকে তাকে ইয়াবাসহ গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত দুলাল আহাম্মদ (২৮) জকিগঞ্জ থানাধীন ৪নং খলাছড়া ইউনিয়নের পশ্চিম মাদারখাল এলাকার মৃত ছরকুম আলীর ছেলে।
পুলিশ জানায়, শনিবার (২০ ডিসেম্বর) বিকেল ৫টার দিকে জকিগঞ্জ থানা পুলিশের একটি আভিযানিক দল জকিগঞ্জ থানাধীন ০৪নং খলাছড়া ইউপির অন্তর্গত পশ্চিম মাদারখাল এলাকার মৃত ছরকুম আলীর বাড়ির বসত ঘরে তল্লাশী চালিয়ে দুলাল আহাম্মদের ঘরের চালের ড্রামের ভেতর থেকে রক্ষিত দুটি প্লাস্টিকের বয়াম ভর্তি সর্বমোট ২১ হাজার পিস ইয়াবা বড়ি উদ্ধার করে। এই ঘটনায় মামলা রুজুর বিষয় প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুর রাজ্জাক বলেন, ‘গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন এবং মাদক নির্মূলে এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।’
তিনি আরও জানান-সিলেট জেলার অপরাধ দমন, অবৈধ মাদক উদ্ধার, আসামী গ্রেফতার ও জেলার সার্বিক আইন শৃঙ্খলা রক্ষায় জেলা পুলিশ, সিলেট নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তাছাড়া চোরাচালান রোধ, মাদক ও চোরাচালানের সহিত জড়িত অপরাধীদের চিহিৃত করণ এবং ডাকাত গ্রেফতারে জেলা পুলিশ, সিলেট গুরুত্বের সাথে কাজ করে যাচ্ছে।
Leave a Reply