1. admin@zakiganjsangbad.com : admin :
বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫, ০৩:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
রাত পোহালেই বালাউটি ছাহেবের ঈসালে সাওয়াব মাহফিল: সকল প্রস্তুতি সম্পন্ন সিলেট-৫ আসনে জামায়াত প্রার্থী আনওয়ার হোসাইন খানের মনোনয়ন পত্র সংগ্রহ সিলেট-৫ আসনে খেলাফত মজলিসের মনোনয়ন ফরম সংগ্রহ করলেন মুফতি আবুল হাসান জকিগঞ্জে ট্রলির চাপায় একজন নিহত সিলেট-৫ আসন বিএনপি জমিয়তকে ছাড় দিলেও ছাড়বেন না বিএনপির চাকসু মামুন সিলেট জেলা প্রশাসকের জকিগঞ্জে দিনব্যাপী সরকারি কর্মসূচিতে অংশ গ্রহণ আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে পুলিশ ও জনগণকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে- ওসি আব্দুর রাজ্জাক জকিগঞ্জে নানা কর্মসূচিতে মহান বিজয় দিবস উদযাপন সিলেট-৫ আসনে মনোনয়ন ফরম সংগ্রহ: নির্বাচন করতে অনড় ও বেপরোয়া চাকসু মামুন সিলেটে আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ্ (রহ.)-এর ঈসালে সাওয়াব মাহফিল সফলের লক্ষে মতবিনিময় সভা

রাত পোহালেই বালাউটি ছাহেবের ঈসালে সাওয়াব মাহফিল: সকল প্রস্তুতি সম্পন্ন

খাইরুল ইসলাম
  • প্রকাশের সময় : বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫

শামছুল উলামা আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ্ (রহ.)-এর অন্যতম খলিফা, রাহনুমায়ে শরীয়ত ওয়াত তরিকত উস্তাযুল উলামা শাহ সুফি প্রিন্সিপাল আল্লামা শুয়াইবুর রহমান বালাউটি ছাহেব (র.)-এর ৬ষষ্ঠ বার্ষিক ঈসালে সওয়াব মাহফিল প্রতি বছরের ন্যায় রাত পোহালেই বৃহস্পতিবার জকিগঞ্জ উপজেলার রতনগঞ্জ বাজার সংলগ্ন বালাউট ছাহেব বাড়ীর পার্শ্ববর্তী মাঠে অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার সকাল ১০টায় আল্লামা বালাউটি ছাহেব (র.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে শুরু হবে মাহফিলের কার্যক্রম। এরপর খতমে কুরআন ও দোয়ার মাধ্যমে শুরু হবে মূল অনুষ্ঠান। অন্যান্য কর্মসূচি হলো খতমে বুখারী, খতমে খাজেগান, দালাইলুল খায়রাত শরীফের খতম, জিকির মাহফিল, বিষয়ভিত্তিক বয়ান ও স্মৃতিচারণমূলক আলোচনা। মাহফিলে নিজস্ব সেচ্ছাসেবক টিম ছাড়াও আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সার্বিক সহযোগিতা থাকবে।
ঈসালে সাওয়াব বাস্তবায়ন কমিটির সদস্য সচিব মাওলানা ডা. ছাফিউর রহমান ছাহেবজাদায়ে বালাউটি জানান, প্রতি বছরের ন্যায় মাহফিলে তাশরীফ আনবেন শামসুল উলামা আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (র.)-এর সুযোগ্য উত্তরসূরী মুরশিদে বরহক আল্লামা ইমাদ উদ্দীন চৌধুরী বড় ছাহেব কিবলাহ্ ফুলতলী সহ ফুলতলী ছাহেব কিবলাহ’র ছাহেব জাদাগন, ভারতের উজানডিহী দরবারের সাইয়্যিদ সাহেবান, কলকাতার সৈয়দ ছাহেব, ছারছীনা, সোনাকান্দা, ফান্দাউক দরবার ও মৌকারা সহ দেশ-বিদেশের প্রখ্যাত পীর-মাশায়িখ, আলিম-উলামা, ইসলামী শিক্ষাবিদ ও চিন্তাবিদগণ মাহফিলে উপস্থিত হবেন। মাহফিলকে সফল করতে ঈসালে সাওয়াব মাহফিল বাস্তবায়ন কমিটি সর্বস্তরের মুসলিম জনতার উপস্থিতি ও সার্বিক সহযোগিতা কামনা করেছেন।
এদিকে মাহফিল উপলক্ষ্যে ইতোমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। বালাউটি ছাহেবের হাজার হাজার ভক্তদের বরণ করতে প্রস্তুত হয়েছে বালাউট ছাহেব বাড়ী সংলগ্ন বিশাল মাঠ। তৈরি করা হয়েছে বিশাল প্যান্ডেল, স্টেইজ। মেহমানদের জন্য ব্যবস্থা করা হয়েছে ওজু ও ইস্তেঞ্জার পৃথক জায়গা। খাবারের জন্য করা হয়েছে শিরনীর ব্যবস্থা। সার্বক্ষণিক বিদ্যুৎ ও জেনারেটার ব্যবস্থা করা হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
জকিগঞ্জ সংবাদ-এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
প্রতিষ্ঠাতা: রহমত আলী হেলালী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট