সিলেট-৫ (জকিগঞ্জ-কানাইঘাট) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির মনোনয়ন পেয়েছেন মোহাম্মদ সাইফুদ্দিন খালেদ। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বিকালে তিনি বিষয়টি নয়া দিগন্তকে নিশ্চিত করেছেন। সাইফুদ্দিন খালেদ জাতীয় পার্টির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক। বুধবার জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের স্বাক্ষরিত মনোনয়নপত্র তার হাতে তুলে দেওয়া হয়েছে।
সাইফুদ্দিন খালেদ জকিগঞ্জ উপজেলার ৬নং সুলতানপুর ইউনিয়নের গঙ্গাজল গ্রামের বাসিন্দা। তিনি জাতীয় পার্টির একজন আলোচিত নেতা ও একজন সমাজসেবী ও শিক্ষানুরাগী হিসাবে এলাকায় ব্যাপক পরিচিত।
জানা যায়, এ আসনে নির্বাচন করার জন্য দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন জাতীয় সংসদের সাবেক বিরোধী দলীয় হুইপ ও সিলেট-৫ আসনের সাবেক এমপি সেলিম উদ্দিন।
অবশ্য তিনি সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনের জন্যও দলীয় মনোয়ন সংগ্রহ করেছিলেন। তবে সিলেট-৫ আসনে সাইফুদ্দিন খালেদের দলীয় মনোনয়ন নিশ্চিতের পর এখন সেলিম উদ্দিন কেবল সিলেট-৬ আসন থেকেই জাতীয় পার্টির প্রার্থী হিসাবে নির্বাচন করতে পারেন।
Leave a Reply