জকিগঞ্জ পৌর শহরের প্রাণকেন্দ্র জকিগঞ্জ বাজারের দোকান বা ব্যবসায়িক প্রতিষ্ঠান ২২ ডিসেম্বর, সোমবার থেকে বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে। তবে জরুরি স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে উপজেলা হাসপাতালের সামনের ফার্মেসি সারা রাত খোলা থাকবে বলে জানানো হয়েছে। জকিগঞ্জ বাজারের শৃঙ্খলা ও নিরাপত্তা জোরদার করতে শুক্রবার (১৯ ডিসেম্বর) জকিগঞ্জ বাজার ব্যবস্থাপনা কমিটি স্থানীয় প্রশাসনের সঙ্গে বৈঠক করে এমন কঠোর সিদ্ধান্ত নিয়েছে।
জকিগঞ্জ বাজারস্থ সোনার বাংলা অডিটোরিয়ামে আয়োজিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন জকিগঞ্জ বাজার ব্যবস্থাপনা কমিটির সিনিয়র সহ সভাপতি শামিম আহমদ। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জকিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আব্দুর রাজ্জাক।
জকিগঞ্জ বাজার ব্যবস্থাপনা কমিটির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আল আমিনের সঞ্চালনায় মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন জকিগঞ্জ বাজারের বিশিষ্ট ব্যবসায়ীবৃন্দ ও জকিগঞ্জ বাজার পরিচালনা কমিটির দায়িত্বশীল নেতৃবৃন্দ।
মতবিনিময় সভায় বক্তারা বলেন, বাজারের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা এবং গভীর রাতে অপ্রয়োজনীয় সমাগম রোধে এই পদক্ষেপ কার্যকর ভূমিকা রাখবে। ব্যবসায়ীরা এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন এবং নির্দিষ্ট সময়ের মধ্যে দোকান বন্ধ করার প্রতিশ্রুতি দিয়েছেন।
মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য জকিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আব্দুল রাজ্জাক বলেন, ”বাজারের শান্তি-শৃঙ্খলা রক্ষা এবং অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে ব্যবসায়ীদের এই সচেতনামূলক সিদ্ধান্ত প্রশংসনীয়। নির্ধারিত সময়ের পর দোকানপাট বন্ধ থাকলে পুলিশের টহল কার্যক্রম আরও জোরদার করা সহজ হবে। আমরা চাই জকিগঞ্জ বাজার একটি নিরাপদ ও সুশৃঙ্খল বাণিজ্যিক কেন্দ্র হিসেবে পরিচালিত হোক।”
Leave a Reply