1. admin@zakiganjsangbad.com : admin :
শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫, ০৮:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
জকিগঞ্জে আল্লামা বালাউটি ছাহেব (রহ.)-এর ঈসালে সাওয়াব মাহফিল সম্পন্ন সিলেটস্থ কানাইঘাট-জকিগঞ্জ ফোরামের ইসলামী আন্দোলনে সংশ্লিষ্টদের নিয়ে মতবিনিময় সভা প্রতিদিন রাত ১১টার পর বন্ধ থাকবে জকিগঞ্জ বাজার হাফসা মজুমদার প্রতিভা নিবাসের ছাত্রী রিফাহ সানজিদা নাবিলাহ্‌ ঢাকা মেডিকেলে চান্স পেয়েছে জকিগঞ্জের সুরমা-কুশিয়ারা নদী এখন ধু-ধু বালুচর! আজকাল সমাজ কল্যাণ সংস্থা’র নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত বিএনপি নেতা জাকির হোসাইনের উদ্যোগে ইছামতি ডিগ্রি কলেজে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত গঙ্গাজলে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ ফাহিম আল্ চৌধুরী ট্রাস্ট-এর বৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশ: বৃত্তির সংখ্যা দ্বিগুণ সিলেট-৫ আসনে জাপার মনোনয়ন পেলেন সাইফুদ্দিন খালেদ

জকিগঞ্জে আল্লামা বালাউটি ছাহেব (রহ.)-এর ঈসালে সাওয়াব মাহফিল সম্পন্ন

রহমত আলী হেলালী
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৬ ডিসেম্বর, ২০২৫

শামছুল উলামা আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ্ (রহ.)-এর অন্যতম খলিফা, রাহনুমায়ে শরীয়ত ওয়াত তরিকত উস্তাযুল উলামা শাহ সুফি প্রিন্সিপাল আল্লামা শুয়াইবুর রহমান বালাউটি ছাহেব (র.)-এর ৭ম বার্ষিক ঈসালে সওয়াব মাহফিল শুক্রবার সকালে শেষ হয়েছে।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকাল ১০ ঘটিকায় জকিগঞ্জ উপজেলার রতনগঞ্জ বাজার সংলগ্ন বালাউট ছাহেব বাড়ীর পাঁশের মাঠে আল্লামা বালাউটি ছাহেব (র.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে মাহফিলের কার্যক্রম শুরু হয়। এরপর খতমে কুরআন ও দোয়ার মাধ্যমে শুরু হয় মাহফিলের ধারাবাহিক বিভিন্ন কর্মসূচি। এসব কর্মসূচির মধ্যে ছিল খতমে বুখারী, খতমে খাজেগান, দালাইলুল খায়রাত শরীফের খতম, জিকির মাহফিল, বিষয়ভিত্তিক বয়ান ও স্মৃতিচারণমূলক আলোচনা। ঈসালে সাওয়াব মাহফিলকে কেন্দ্র করে বৃহস্পতিবার সকাল থেকে আসতে থাকেন মুরিদীন-মুহিব্বীগণ। প্রখ্যাত এ ওলীর রুহানি দোয়া ও ফয়েজ প্রাপ্তির আশায় তাঁর মাজার প্রাঙ্গণে আল্লাহর দরবারে অসংখ্য ভক্ত-আশিক দফায় দফায় মোনাজাত করেন।
বালাউটি ছাহেবের বড় ছাহেবজাদা মাওলানা মুফতি উবায়দুর রহমানের সভাপতিত্বে ও হাফিজ আব্দুছ ছবুর-এর পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া এ মাহফিলে প্রধান অতিথি হিসেবে নসিহত প্রদান করেন মুরশিদে বরহক হযরত আল্লামা ইমাদ উদ্দিন চৌধুরী বড় ছাহেব কিবলাহ ফুলতলী।
মাওলানা ডা. শাহ মো. ছাফিউর রহমান বালাউটি, মাওলানা ইউনুছ আহমদ, মাওলানা ফরিদ আহমদ ও মাওলানা আজির উদ্দিনের সঞ্চালনায় মাহফিলে বয়ান ও আলোচনা পেশ করেন ভারতের উজানডিহী দরবারের মেঝো ছাহেব সাইয়্যিদ আল হাবিব খালেদ আহমদ মাদানী, বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ’র মহাসচিব অধ্যক্ষ মাওলানা এ.কে.এম মনোওর আলী, ছারছীনা দারুসসুন্নাত কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ রূহুল আমীন আফসারী, দেশের খ্যাতনামা তরুণ ইসলামী আলোচক মাওলানা মারজান আহমদ চৌধুরী, ফান্দাউক দরবার শরীফের পীরজাদা সাইয়্যিদ মাওলানা আবু বকর আল হুসাইনি, মুফতি মাওলানা সাইয়্যিদ সালমান ফারসী আল হুসাইনি, ছাহেবজাদায়ে বালাউটি মাওলানা মো: হাবিবুর রহমান, দারুন্নাজাত ছিদ্দিকিয়া কামিল মাদরাসার প্রধান মুহাদ্দিস মাওলানা আব্দুল লতিফ শেখ, মাসিক পরওয়ানা’র সম্পাদক মাওলানা রেদওয়ান আহমদ চৌধুরী ফুলতলী, চান্দাইরপাড়া ফাজিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা ছারওয়ারে জাহান, জকিগঞ্জ সিনিয়র মাদরাসার প্রাক্তন সহকারী অধ্যাপক মাওলানা মোশাহিদ আহমদ কামালী, বুরাইয়া কামিল মাদরাসার উপাধ্যক্ষ মাওলানা সিরাজুল ইসলাম ফারুকী, উপাধ্যক্ষ মাওলানা আবু আইয়ুব আনসারী, ড. মাওলানা আহমদ হাসান গাজিপুরী, বাদেদেওরাইল ফুলতলী কামিল মাদরাসার মুহাদ্দিস মাওলানা মো. আব্দুল লতিফ, ছাহেবজাদায়ে রাঘবপুরী মাওলানা হাফিজ মারুফ আহমদ জুনেদ, মাওলানা আবুল কালাম আজাদী, মাওলানা আব্দুল আহাদ জিহাদী, হাফিজ মাওলানা মুহাম্মদ আহসান উল্লাহ নেসারী, মাওলানা নুরুল আমান তানভীর, মাওলামা মুফতি মোযযাম্মিল হক মাছুমী, মাওলানা হাফিজ শফিকুর রহমান ও মাওলানা আমির হামজা ছালিম প্রমূখ।
মাহফিলে বক্তাগণ বলেন- আল্লামা শুয়াইবুর রহমান বালাউটি ছাহেব রহ. জীবনের প্রতিটি কাজে দ্বীন ইসলামের ইলমের প্রতিফলন ঘটিয়েছেন। আল্লাহ পাক তাকে শরিয়তের ইলমের ফায়েজ ও বারাকাত দান করে ধন্য করেন। সেটাকে তিনি যথাযথভাবে মূল্যায়ন করতে পেরেছিলেন। তাই ব্যবহারিক আচার-আচরণ ও যাবতীয় কর্মকাণ্ডে অর্জিত সেই ইলমের পুঙ্খানুপুঙ্খভাবে সতর্কতার সাথে প্রয়োগ করতে দেখা যায় তাকে। ইসলামের সেবায় ও দাওয়াতি কার্যক্রমে তিনি বিশেষ অবদান রাখতে সক্ষম হন। আর যেকোনো বিষয়কে অতি গুরুত্বের সাথে গ্রহণ করে যত্ন, সতর্কতা, সূক্ষ্মাতিসূক্ষ্ম বিশ্লেষণে নির্ভুলভাবে সম্পন্ন করা ছিল তাঁর নীতি। একারণে তাঁর জীবন-কর্ম আলোচনায় নিখুঁত কর্মপরিকল্পনার বিষয়টি সুস্পষ্টভাবে ফুটে ওঠে। এরকম গুণাবলী ওলি-আউলিয়াগণের জীবন-বৈশিষ্ট্য। আল্লাহর ওলীগণ সর্বসাধারণের জন্য অনুকরণীয় অনুসরণীয় হন।
মাহফিলে আমন্ত্রিত মেহমান হিসাবে উপস্থিত ছিলেন কানাইঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আশিক উদ্দিন চৌধুরী, জকিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ইকবাল আহমদ তাপাদার, কাজলসার ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এম এ রশীদ বাহাদুর, জকিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি আবুল খয়ের চৌধুরী, জকিগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এনামুল হক মুন্না, জকিগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি জুবায়ের আহমদ ও সহকারী অধ্যাপক কবি শামছুল হক বিন আপ্তাব প্রমূখ।
মাহফিলে আল্লামা বালাউটি ছাহেব রহ. প্রতিষ্ঠিত ‘বালাউট দারুল কোরআন মাদরাসা ও এতিমখানা’ থেকে হিফয সম্পন্নকারী কোরআনে হাফিজগণকে পাগড়ি প্রদান করা হয় এবং ‘আল্লামা বালাউটি হেল্পিং হেন্ডস’ এর উদ্যোগে বিতরণ করা হয় শীতের কম্বল। মাহফিলে আল্লামা বালাউটি ছাহেব রহ.-এর অন্যতম গ্রন্থ ‘ইস্তিগফার শরীফের ফজিলত ও আমল’, পাগড়ি বিতরণী স্মারক গ্রন্থ, মাহফিল উপলক্ষে স্মারক গ্রন্থ ‘তাযকিরা’, ‘আল ইবতেহাজ’ প্রকাশিত হয়।
দিনরাত ব্যাপী অনুষ্ঠিত এ মাহফিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন-বালাউট দারুল কোরআন মাদরাসা ও এতিমখানা’র পরিচালক মাওলানা মো. মাহবুবুর রহমান বালাউটি, সৈয়দ মো. শফিকুল হক রফিনগরী, লতিফিয়া এতিমখানার ব্যবস্থাপক মাওলানা ফারহান আহমদ চৌধুরী ফুলতলী, পীরজাদা সাইয়্যিদ জাফর সাদিক আল হুসাইনি, হবিবপুর-কেশবপুর ফাজিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল হাকিম, ছাহেবজাদায়ে বর্ণী মাওলানা মো: আব্দুল আলীম, কামালপুর স্বতন্ত্র ইবতেদায়ী হাফিজিয়া মাদরাসা’র প্রধান শিক্ষক হাফিজ আব্দুল গনী, মাওলানা মাশুকুর রহমান বালাউটি, হাফিজ মাওলানা মোহাম্মদ ওলিউর রহমান বালাউটি, ইঞ্জিনিয়ার মাওলানা শাহ মুছাদ্দিকুর রহমান বালাউটি, মাওলানা শাহ মুনিবুর রহমান বালাউটি, মাওলানা নুরুল ইসলাম দরিয়াবাদী, মাওলানা শফিকুর রহমান মনসুরপুরী, মাস্টার কামাল হোসেন উজ্জ্বল, মাওলানা কবি মাহবুবুর রহীম, সিলচর আহলে সুন্নাহ’র সাধারণ সম্পাদক নুরুল আমিন রাজিব বড় লস্কর, সিলচর বাঘাডহর ছাহেবের নাতি হাফিজ নুরুল কাশিম বড় লস্কর, ডা. নুরুল আমিন সজিব বড় লস্কর, ডা. মুজাক্কির আহমদ, বিশিষ্ট ব্যাবসায়ী খছরুজ্জামান চৌধুরী, মাওলানা জমির উদ্দিন, হাফিয মাওলানা মোহাম্মদ জসিম উদ্দিন ও হাফিজ মোহাম্মদ আব্দুল হাছিব প্রমুখ।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
জকিগঞ্জ সংবাদ-এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
প্রতিষ্ঠাতা: রহমত আলী হেলালী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট