আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৫ (জকিগঞ্জ-কানাইঘাট) আসনে বিএনপি সমর্থিত ও জমিয়ত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী জমিয়তে উলামায়ে ইসলামের কেন্দ্রীয় সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুক নির্বাচন পরিচালনা কমিটিকে নিয়ে বৈঠক করেছেন। বিএনপি সমর্থন প্রদানের একদিন পর বুধবার (২৪ ডিসেম্বর) বিকাল ৩ ঘটিকায় কানাইঘাট শহরে অবস্থিত দারুল উলুম, কানাইঘাট মিলনায়তনে জকিগঞ্জ ও কানাইঘাট উপজেলার নির্বাচন পরিচালনা কমিটি এবং ইউনিয়ন ও ওয়ার্ড কমিটির দায়িত্বশীলদের নিয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
জমিয়তে উলামা বাংলাদেশের সভাপতি মাওলানা আলিম উদ্দিন দুর্লভপুরীর সভাপতিত্বে ও জমিয়তে উলামায়ে ইসলাম সিলেট জেলা (উত্তর) শাখার সাধারণ সম্পাদক মুফতি এবাদুর রহমান পরিচালনায় এতে বক্তব্য রাখেন জমিয়তে উলামার উপদেষ্টা প্রখ্যাত আলেম মাওলানা শফিকুল হক সুরইঘাটি, জমিয়তে উলামায়ে ইসলামের কেন্দ্রীয় সহ সভাপতি মাওলানা ক্বারী আব্দুল হাফিজ, জমিয়তে উলামায়ে ইসলাম সিলেট জেলা শাখার সহ সভাপতি মাওলানা ইউসুফ আহমদ খাদিমানী, জকিগঞ্জ উপজেলা শাখার সহ সভাপতি মুফতি মাসউদ আহমদ, জমিয়ত নেতা ও সাবেক কানাইঘাট উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা আলতাফ হোসাইন, সাবেক চেয়ারম্যান মাওলানা আবুল হোসেন চতুলী, জমিয়ত নেতা মাওলানা রায়হান উদ্দিন, মাওলানা ক্বারী হারুন রশিদ, মাওলানা আব্দুল মুকিত, মাওলানা আসাদ আহমদ, মাওলানা হারুন রশীদ, মাওলানা আজির উদ্দিন, মাওলানা রিয়াজ উদ্দিন, মাওলানা হেলাল আহমদ, হুমায়ুন কবির লস্কর কয়েছ, হাফিজ মাওলানা জুবায়ের আহমদ, মাওলানা রুহুল আমীন, মাওলানা শামসুদ্দিন জাকারিয়া, মাওলানা জুনায়েদ শামসী ও মাওলানা হারিছ উদ্দিনসহ উভয় উপজেলার জমিয়ত ও অঙ্গ সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ।
বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে জমিয়তে উলামায়ে ইসলামের কেন্দ্রীয় সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুক বলেন- বিএনপির প্রতি আমাদের আস্থা রয়েছে। জমিয়ত বিএনপিকে তিন টার্ম পর্যবেক্ষণ করেছে। তাই জমিয়ত বিএনপির নিকট দেশ নিরাপদ মনে করে তাদের সাথে সমঝোতা করেছে। আমাকে সিলেট-৫ আসনে বিএনপি প্রার্থী হিসাবে চুড়ান্ত ঘোষণা দেয়ার পর অনেক বিএনপি নেতাকর্মী আমাকে ফোন করে সহযোগিতার আশ্বাস দিয়েছেন। তাই আমাদের এখন থেকে মাঠে ময়দানে কাজ করতে হবে। উভয় উপজেলার প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ডে শক্তিশালী কমিটি করে ঘরে ঘরে খেজুর গাছের দাওয়াত পৌছে দিতে হবে। ইনশাআল্লাহ, সবাই মিলে কাজ করলে এ আসনে খেজুর গাছের বিজয় হবে।
Leave a Reply