1. admin@zakiganjsangbad.com : admin :
বৃহস্পতিবার, ০১ জানুয়ারী ২০২৬, ০৩:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
অপারেশন ডেভিল হান্ট ফেজ-২: জকিগঞ্জে ৪ জন আটকে করেছে থানা পুলিশ জকিগঞ্জের আলোচিত সাবেক যুবলীগ নেতা সুমন আহমদ চৌধুরী গ্রেফতার জকিগঞ্জে ভারতীয় অবৈধ বিড়িসহ ২ জন আটক সফল ব্যবসায়ী অ্যাওয়ার্ড পেয়েছেন জকিগঞ্জের সাহেদ আহমদ রাসেল তরমুজ আলী তাপাদার (কুটন) মিয়া ওয়েলফেয়ার স্মৃতি ট্রাস্ট-এর বৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশ দুর্যোগ–দুর্দিনে মানুষের ভরসা তালামীয —-ফারহান আহমদ চৌধুরী ফুলতলী জকিগঞ্জে আল-আরাফাহ ইসলামী ব্যাংকের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ কমিউনিটি অ্যাওয়ার্ড পেয়েছেন জকিগঞ্জের আবুল হোসেইন সিলেট আসছেন বিপিএলের “সিলেট টাইটানস”র উপদেষ্টা ফাহিম আল্ চৌধুরী: বরণে ব্যাপক প্রস্তুতি জকিগঞ্জে ক্রিকেটারদের সংবর্ধনা দিয়েছে ফাহিম আল্ চৌধুরী ট্রাস্ট

দুর্যোগ–দুর্দিনে মানুষের ভরসা তালামীয —-ফারহান আহমদ চৌধুরী ফুলতলী

এম.এ.ওয়াহিদ চৌধুরী
  • প্রকাশের সময় : বুধবার, ৩১ ডিসেম্বর, ২০২৫

দুর্যোগ, দুর্দিন আর মানবিক সংকটে যখন সাধারণ মানুষ দিশেহারা হয়ে পড়ে, ঠিক তখনই আশার আলো হয়ে পাশে দাঁড়ায় বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া। এমন মন্তব্য করেছেন লতিফিয়া এতিমখানা ফুলতলীর ব্যবস্থাপক মাওলানা ফারহান আহমদ চৌধুরী রেদা ফুলতলী। শুক্রবার (২৬ ডিসেম্বর) বিকাল ৩টায় জকিগঞ্জ উপজেলার ইছামতি শাহী ঈদগাহ মাঠে আয়োজিত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আবেগঘন কণ্ঠে বলেন, “তালামীযে ইসলামিয়া কোনো সাধারণ ছাত্র সংগঠন নয়। এটি মানবতার সেবায় নিবেদিত একটি আদর্শিক প্ল্যাটফর্ম। বন্যা, প্রাকৃতিক দুর্যোগ, মহামারি কিংবা যে কোনো সামাজিক সংকটে এই সংগঠনের কর্মীরা নিঃস্বার্থভাবে মানুষের পাশে দাঁড়িয়েছে। মানবতার এই ধারাবাহিকতা আগামীতেও অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।”
বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া ইছামতি দারুল উলুম কামিল মাদরাসা, ইছামতি ডিগ্রি কলেজ এবং ৯নং মানিকপুর ইউনিয়ন শাখার উদ্যোগে আয়োজিত কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে পক্ষকালব্যাপী এ শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠান শীতার্ত মানুষের মুখে হাসি ফোটায়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন তালামীযে ইসলামিয়া সিলেট পূর্ব জেলার সহসভাপতি আহমদ আল মনজুর, জকিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা আব্দুস সবুর এবং আনজুমানে আল ইসলাহ লন্ডন ডিভিশনের সেক্রেটারি মাওলানা আব্দুল কুদ্দুস। বক্তারা বলেন, মানবিক সমাজ বিনির্মাণে ছাত্র সমাজের ভূমিকা অনস্বীকার্য এবং তালামীয সে দায়িত্ব অত্যন্ত দক্ষতার সঙ্গে পালন করছে।
ইছামতি দারুল উলুম কামিল মাদরাসা শাখার সভাপতি আহমদ হোসাইন আইমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জকিগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি জুবায়ের আহমদ, সহসভাপতি আব্দুল মুকিত, রশিদিয়া বালিকা দাখিল মাদরাসার সুপার আব্দুল কুদ্দুস চৌধুরী তাজুল, কমিটির সদস্য হারুনুর রশিদ, ইছামতি ডিগ্রি কলেজ তালামীয শাখার সভাপতি কাওসার আহমদ, উপজেলা তালামীযের শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক মোফাজ্জল হোসেন, মানিকপুর ইউনিয়ন সভাপতি সিদ্দিকুর রহমান, সহসভাপতি কামরুল ইসলাম চৌধুরী, কলেজ শাখার সাবেক সভাপতি আব্দুল হাসিব তাপাদার, সহসভাপতি মাজেদ আহমদ চৌধুরী, ওলিউর রহমান চৌধুরী, ইছামতি দারুল উলুম কামিল মাদরাসা শাখার সহসভাপতি মিসবাহ উদ্দিন চৌধুরী, প্রশিক্ষণ সম্পাদক তাহমিদুর রহমান চৌধুরী, সেক্রেটারি শাহান আহমদ চৌধুরী, মানিকপুর ইউনিয়ন শাখার সাংগঠনিক সম্পাদক খালেদ সাইফুল্লাহ, প্রচার সম্পাদক আরিফুর রহমান, ইছামতি ডিগ্রি কলেজ শাখার সহশিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক মিজান আহমদসহ আরও অনেকে। অনুষ্ঠানে বক্তারা সংগঠনের আদর্শিক চেতনা, সমাজ সংস্কারে শিক্ষার্থীদের দায়িত্ববোধ এবং ভবিষ্যতে মানবকল্যাণমূলক কর্মসূচি আরও বিস্তৃত ও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
জকিগঞ্জ সংবাদ-এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
প্রতিষ্ঠাতা: রহমত আলী হেলালী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট