বিপিএলের সিলেট টাইটানসের উপদেষ্টা ও ফাহিম আল ট্রাষ্টের চেয়ারম্যান ফাহিম আল চৌধুরীকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। তিনি জানান, শুক্রবার (২৩ জানুয়ারী) সন্ধ্যা সাড়ে ৭টার পর মোবাইলে অপরিচিত একটি নম্বার থেকে ফোন দিয়ে তাকে অকথ্য গালাগালির পর হত্যার হুমকি দেওয়া হয়েছে। অপরিচিত ওই নাম্বার থেকে ফোন দেওয়া ব্যক্তি নিজের কোন পরিচয় দেননি। বিষয়টি তিনি তাৎক্ষণিক আইনশৃঙ্খলা বাহিনীর উর্দ্ধতন কর্মকর্তাদের অবহিত করেছেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্যও অনুরোধ জানিয়েছেন বলে তিনি জানান।
ফাহিমের ঘনিষ্টজনেরা জানান, ফাহিম আল্ চৌধুরী একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী এবং জিয়া পরিবারের ঘনিষ্ট হিসেবেই তাকে সবাই চিনেন। তবে তিনি সরাসরি রাজনীতিতে সম্পৃক্ত নেই। জুলাই গণঅভ্যুত্থানে তার সক্রিয়তার কারনে ফ্যাসিবাদের দোসররা তার উপর ক্ষুব্ধ। এর বাইরে তিনি বিপিএল’র সিলেট টাইটান্সের উপদেষ্টা। গত বুধবার রাজশাহী ওয়ারিয়র্সের কাছে দ্বিতীয় কোয়ালিফায়ারে ১২ রানে হেরে যায় সিলেট টাইটানস। এরপর ফেসবুক লাইভে আসেন ফাহিম আল চৌধুরী।
যেখানে তিনি অভিযোগ করেছেন, সিলেট টাইটানসের একজন ক্রিকেটার বেঈমানি করার কারণে ফাইনালে যেতে পারেনি সিলেট টাইটানস। তবে ওই ক্রিকেটারের নাম উল্লেখ করেননি তিনি।
জুলাই আন্দোলন এবং বিপিএল নিয়ে তার অবস্থান নিয়ে কোন মহল ক্ষুব্ধতা থেকে তাকে হত্যার হুমকি দিতে পারেন বলে সন্দেহ তার স্বজনদের।
Leave a Reply