জকিগঞ্জ প্রেসক্লাব নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এস এম আব্দুল আহাদ। রবিবার (২৭ ফেব্রুয়ারি) বেলা ১ ঘটিকায় জকিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ মতবিনিময়ের অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় সাংবাদিকরা জকিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নানা সমস্যার কথা তুলে ধরেন। আসন সংকট, চিকিৎসক সংকট ও প্রয়োজনীয় চিকিৎসা সামগ্রী সহ পরিস্কার পরিচন্নতা এবং চিকিৎসা সেবার মানোন্নয়নে তাঁর দৃষ্টি আকর্ষণ করেন।
সাংবাদিকদের বক্তব্যের জবাবে নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ এস এম আব্দুল আহাদ এ সকল সমস্যা সমাধানে সাংবাদিকদের সহযোগীতা কামনা করে বলেন, জকিগঞ্জবাসীর স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে আমি বদ্ধপরিকর। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে আমি নতুন করে ঢেলে সাজানোর প্রক্রিয়া শুরু করেছি। এ বছর ৩১ শয্যার হাসপাতালটি ৫০ শয্যা হিসাবে কার্যক্রম শুরু করবে। নতুন ভবনে হাসপাতাল স্থানান্তর করা হবে। নতুন চিকিৎসক আসতে শুরু করেছেন। পাশাপাশি পর্যাপ্ত চিকিৎসা সরঞ্জামের জন্য উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করা হয়েছে। পরিস্কার পরিচ্ছন্নতার দিকে বিশেষভাবে তদারকি করা হচ্ছে। তবে সকল কাজ সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করতে সাংবাদিকদের সহযোগিতা একান্ত কাম্য বলে তিনি উল্লেখ করেন।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, জকিগঞ্জ প্রেসক্লাব সভাপতি আবুল খায়ের চৌধুরী, সাধারণ সম্পাদক শ্রীকান্ত পাল, যুগ্ম সম্পাদক রহমত আলী হেলালী, কোষাধ্যক্ষ এনামুল হক মুন্না, অফিস সম্পাদক কেএম মামুন, প্রচার সম্পাদক মোর্শেদ আলম লস্কর, নির্বাহী সদস্য আল হাছিব তাপাদার ও সদস্য আবু বক্কর ফয়ছল প্রমূখ।
Leave a Reply