সিলেট-জকিগঞ্জ রোডে অযৌক্তিক বাস ভাড়া প্রত্যাহার ও বিআরটিসি বাস চালুসহ পাঁচ দফা দাবীতে মহা সমাবেশের ডাক দিয়েছে জকিগঞ্জ যাত্রী কল্যাণ ঐক্য পরিষদ। আগামী ৬ মার্চ, রবিবার, বেলা ২ ঘটিকার সময় জকিগঞ্জ এম.এ.হক চত্বরে এ সমাবেশ অনুষ্ঠিত হবে। এতে বক্তব্য রাখবেন জকিগঞ্জের সর্বদলীয় নেতৃবৃন্দ।
বিষয়টি নিশ্চিত করে জকিগঞ্জ যাত্রী কল্যাণ ঐক্য পরিষদ-এর আহবায়ক কাজী হিফজুর রহমান ও সদস্য সচিব এম. আজমল হোসেনের বলেন. সিলেট-জকিগঞ্জ রোডে অযৌক্তিক বাস বাড়া প্রত্যাহার, সিলেট-জকিগঞ্জের ৩টি রোডে বিআরটিসি বাস চালু, পরিবহন শ্রমিকদের দ্বারা যাত্রী হয়রানী বন্ধ, স্কুল, কলেজ ও মাদ্রাসা শিক্ষার্থীদের জন্য হাফ ভাড়া নির্ধারণ ও নির্ধারিত সিটের অতিরিক্ত যাত্রী বহন বন্ধের দাবিতে আমরা এ মহা সমাবেশের ডাক দিয়েছি।
আমরা আশা করি, জকিগঞ্জের সকল শ্রেণী-পেশার মানুষ দল মত নির্বিশেষে দলে দলে যোগদান করে আগামী রোববারের সমাবেশ সফল ও স্বার্থক করে তোলবেন।
Leave a Reply