1. admin@zakiganjsangbad.com : admin :
বুধবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৫, ০৬:০৩ অপরাহ্ন
শিরোনাম :
সিলেটের জকিগঞ্জে বিএসএফের বাঁধায় আটকে আছে শতকোটি টাকার পাম্প হাউস! জকিগঞ্জে টপ-টেন বিজনেস গ্রুপের আলোচনা সভা ও শীতবস্ত্র বিতরণ জকিগঞ্জে দুর্ধর্ষ ডাকাতি, নগদ টাকা-স্বর্ণালঙ্কার লুট জকিগঞ্জের কামালপুর গ্রামের নিজস্ব অর্থায়নে কোটি টাকা ব্যায়ে ৩ কিলোমিটার রাস্তার কাজের শুভ উদ্বোধন! জকিগঞ্জ প্রেসক্লাবে মতবিনিময় করেছেন যুক্তরাজ্য বিএনপি নেতা এম. ফরিদ উদ্দিন জকিগঞ্জে টমটম-মোটরসাইকেল ও ঠেলাগাড়ির ত্রিমূখী সংঘর্ষে যুবক নিহত: আহত-৩ জকিগঞ্জে ইসলামী ছাত্র আন্দোলনের কমিটি গঠন সম্পন্ন জকিগঞ্জের গোটারগ্রামে এক রাতে ৭টি দোকানে চুরি! নিঃস্ব স্বল্প পূজির ব্যবসায়ীরা জকিগঞ্জের কালিগঞ্জ বাজারের একটি ভবনে আগুন: ১৪ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি জকিগঞ্জে ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচির সমন্বয় সভা

সিলেট-জকিগঞ্জ রোডে অযৌক্তিক বাস ভাড়া প্রত্যাহার ও বিআরটিসি বাস চালুর দাবীতে উত্তাল জকিগঞ্জ!

সানজিদা লিপা
  • প্রকাশের সময় : রবিবার, ৬ মার্চ, ২০২২
  • ১৬১৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

সিলেট-জকিগঞ্জ রোডে অযৌক্তিক বাস বাড়া প্রত্যাহার ও বিআরটিসি বাস চালুর দাবীসহ ৫টি দাবীতে উত্তাল হয়ে উঠেছে পুরো জকিগঞ্জ। সিলেট জেলা শহর থেকে ৯০ কিলোমিটার দূরবর্তী এই উপজেলার মানুষ অযৌক্তিক বাস ভাড়া প্রত্যাহার ও বিআরটিসি বাস চালুর দাবীতে গত ৩ মাস থেকে উপজেলাব্যাপী দফায় দফায় সভা সমাবেশ করে আসছে। জকিগঞ্জ যাত্রী কল্যাণ ঐক্য পরিষদ আয়োজিত এসব সভা সমাবেশ থেকে সিলেট-জকিগঞ্জ রোডে অযৌক্তিক বাস বাড়া প্রত্যাহার, সিলেট-জকিগঞ্জের ৩টি রোডে বিআরটিসি বাস চালু, পরিবহন শ্রমিকদের দ্বারা যাত্রী হয়রানী বন্ধ, স্কুল, কলেজ ও মাদ্রাসা শিক্ষার্থীদের জন্য হাফ ভাড়া নির্ধারণ ও নির্ধারিত সিটের অতিরিক্ত যাত্রী বহন বন্ধের দাবী বার বার উত্থাপন করা হলেও টনক নড়েনি সংশ্লিষ্ঠদের।
তাই দাবী আদায়ে জকিগঞ্জের মানুষ উত্তাল হয়ে উঠেছেন।
পাঁচ দফা দাবিতে রবিবার (৬ মার্চ) বিকাল ৩ টা থেকে রাত ৮ টাকা পর্যন্ত জকিগঞ্জ এম.হক চত্বরে মহা সমাবেশ করেছে জকিগঞ্জ যাত্রী কল্যাণ ঐক্য পরিষদ।
পরিষদের সভাপতি কাজী হিফজুর রহমানের সভাপতিত্বে পুরো সমাবেশে পরিচালনা করেন জকিগঞ্জ যাত্রী কল্যাণ ঐক্য পরিষদ-এর সদস্য সচিব ও উপজেলা আওয়ামী লীগের তথ্য সম্পাদক এম.আজমল হোসেন, খেলাফত মজলিস নেতা খায়রুল ইসলাম ও জমিয়ত নেতা মামুনুর রশীদ।
মহা সমাবেশে বক্তব্য রাখেন জাতীয় পার্টির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও জকিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব শাব্বির আহমদ, সিলেট জেলা বিএনপির সহ সভাপতি জকিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ইকবাল আহমদ তাপাদার, বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় নায়েবে আমীর মাওলানা রেজাউল করীম জালালী, জমিয়তে উলামায়ে ইসলাম, বাংলাদেশ-এর সিলেট জেলা শাখার সহ-সভাপতি মাওলানা হাফিজ আব্দুর রহমান ছিদ্দিকী, খেলাফত মজলিস সিলেট জেলা শাখার সহ সভাপতি মাওলানা মুখলিসুর রহমান, সিলেট জেলা আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক বুরহান উদ্দিন আহমদ, জকিগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও আল ইসলাহ নেতা মাওলানা আব্দুস সবুর,
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জকিগঞ্জ উপজেলা পরিষদ-এর সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা মুস্তাকিম হায়দর, জকিগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের ডেপুটি কমান্ডার আব্দুল মুতালেব, জকিগঞ্জ কেন্দ্রীয় মসজিদের খতীব মাওলানা মুফতী আবুল হাসান, জকিগঞ্জের ৩নং কাজলসার ইউনিয়ন পরিষদ-এর সাবেক চেয়ারম্যান আব্দুর রশিদ বাহাদুর, জাতীয় পার্টি নেতা সমাজসেবী আব্দুস সত্তার মইন, উপজেলা খেলাফত মজলিসের সভাপতি মাওলানা আব্দুল মুছাব্বীর, সাধারণ সম্পাদক মাওলানা আলাউদ্দিন তাপাদার, উপজেলা জমিয়তে উলামায়ে ইসলামের সাধারণ সম্পাদক মাওলানা বিলাল আহমদ ইমরান, উপজেলা আল-ইসলাহ’র সহ সভাপতি ও শিক্ষক নেতা আব্দুল খালিক,
উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এম.এ.জি বাবর, যুগ্ম সাধারণ সম্পাদক নাছিম আহমদ পুতুল, জকিঞ্জ ফাজিল সিনিয়র মাদ্রাসার সহকারী অধ্যাপক ও আল ইসলাহ নেতা মাওলানা হোসাইন আহমদ, বাংলাদেশ খেলাফত মজলিস জকিগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা জয়নুল ইসলাম, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হাসান আহমদ, জাতীয় পার্টি নেতা বুরহান উদ্দিন মুক্তা, জকিগঞ্জ পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল গণি, জকিগঞ্জ পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক শিব্বির আলম রনি, জকিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক শেখ মো: আব্দুল করিম, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মোঃ আব্দুর রহমান, সিলেট মহানগর ছাত্রলীগের সাবেক সহ সভাপতি কামরুল ইসলাম চৌধুরী, সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি দেবাশীষ দেশমূখ্য রাজু, উপজেলা জাতীয় পার্টি নেতা আব্দুস সালাম, ময়নুল হক, উপজেলা আল ইসলাহ নেতা মাওলানা আব্দুল হালিম লিমন, সিলেট মহানগর যুবলীগ নেতা এহসানুল করীম মাবরুর, জেলা যুব সংহতি নেতা আব্দুল আহাদ, সিলেট জেলা তালামীযের অফিস সম্পাদক এহছান মোঃ শামীম, উপজেলা ছাত্র জমিয়তের সভাপতি ফয়ছল আহমদ, উপজেলা ছাত্র মজলিসের সভাপতি উমর হোসাইন, উপজেলা তালামীযের সভাপতি আবু ছাইদ আশিক, উপজেলা ছাত্র সমাজের সহ সভাপতি মোঃ শরীফ উদ্দিন, বিশিষ্ট আলেম মাওলানা আব্দুল মুকিত, মাওলানা মামুনুর রশীদ, জকিগঞ্জ পৌরসভার সাবেক ভারপ্রাপ্ত মেয়র বাবুল হোসাইন, যুবলীগ নেতা আব্দুল কাইয়ুম, জকিগঞ্জ যাত্রী কল্যাণ ঐক্য পরিষদের যুগ্ম সচিব হানিফ উদ্দিন সুমন, জকিগঞ্জ উপজেলা খেলাফত মজলিসের সহ সভাপতি জুবায়ের আহমদ চৌধুরী আলমগীর ও উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ন আহবায়ক মাসুম আহমদ প্রমূখ।
সভায় বক্তারা বলেন, আগামী এক সাপ্তাহের ভিতরে জকিগঞ্জ যাত্রী কল্যাণ ঐক্য পরিষদ প্রদত্ত্ব পাঁচ দফা দাবী পূরণ না হলে হরতাল ও অবরোধের মতো কর্মসূচি দেয়া হবে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
জকিগঞ্জ সংবাদ-এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
প্রতিষ্ঠাতা: রহমত আলী হেলালী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট