সিলেট জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় অপরাধ দমনে বিভিন্ন ক্যাটাগরীতে শ্রেষ্ঠ হয়েছেন জকিগঞ্জের শীর্ষ চার পুলিশ কর্মকর্তা।
বৃহস্পতিবারে (৭ এপ্রিল) সকালে সিলেট পুলিশ লাইন্স হল রুমে আয়োজিত কল্যাণ সভায় জেলার শ্রেষ্ঠ পুলিশ কর্মকর্তা হিসেবে তাদের ক্রেষ্ট, সনদ ও পুরস্কার প্রদান করা হয়।
পুরুস্কার প্রাপ্ত কর্মকর্তারা হলেন জকিগঞ্জ সার্কেলের দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জাকির হোসাইন, জকিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ মোশাররফ হোসেন, পুলিশ পরিদর্শক (তদন্ত) সুমন চন্দ্র সরকার ও উপ-পুলিশ পরিদর্শক এসআই মোহন রায়।
এ সময় উপস্থিত ছিলেন সিলেট জেলার পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোঃ মাহফুজ আফজাল, অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) মোঃ লুৎফুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) শাহরিয়ার বিন সালেহ, জেলার বিভিন্ন সার্কেলের দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত পুলিশ সুপার ও বিভিন্ন থানার অফিসার ইনচার্জবৃন্দ।
জানা যায়, জকিগঞ্জ সার্কেল ও জকিগঞ্জ থানা এলাকায় ডাকাত গ্রেফতার, মাদকের বড় বড় চালানসহ মাদক কারবারীদের গ্রেফতারসহ আরও নানা কৃতিত্বের জন্য সকল ক্যাটাগরীতে তাদের সম্মাননা ও পুরস্কার প্রদান করা হয়।
সিলেট জেলা পুলিশের শ্রেষ্ঠ হিসাবে মনোনীত জকিগঞ্জের অফিসারবৃন্দ সিলেট জেলা পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম-এর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আগামীতে আরও ভালো কাজে সকলের সহযোগীতা কামনা করেন।
পুরস্কারপ্রাপ্ত অফিসারগণ জকিগঞ্জের সার্বিক আইন শৃংখলা রক্ষা ও অপরাধ দমনে বদ্ধপরিকর বলে নিজেদের অভিমত ব্যাক্ত করেন।
Leave a Reply