1. admin@zakiganjsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
জকিগঞ্জ সরকারি কলেজ শিক্ষার্থীদের ৩ ঘন্টা সড়ক অবরোধ: ইউএনও’র আশ্বাসে প্রত্যাহার জকিগঞ্জে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে থানা পুলিশের প্রস্তুতি সভা ইসলামের দৃষ্টিতে মানবসেবা জকিগঞ্জে নিখোঁজের তিনদিন পর সুরমা নদীতে ভেসে উঠলো হাসিম আলীর লাশ সুরমা-কুশিয়ারার পানি বিপদসীমার ওপরে জকিগঞ্জে ঝুঁকিতে সুরমা-কুশিয়ারা’র বেড়িবাঁধ জকিগঞ্জের বাইচের নৌকা ডুবে একজন নিখোঁজ কেন্দ্রীয় কার্যালয়ে হামলার প্রতিবাদে জকিগঞ্জে জাতীয় পার্টির বিক্ষোভ মিছিল ও সভা জকিগঞ্জে ভারতীয় বিড়িসহ আটক-১ জকিগঞ্জের জুনেদ চৌধুরী’র মানবিক উদ্যোগ: বেওয়ারিশ মানুষের জন্য জমি দান করলেন ইকবাল দম্পতি! ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সিলেট-৫ আসনে ভোটার বেড়েছে ৭ হাজার ৬৫৭ জন

ইফতার মাহফিলে কবি কালাম আজাদ: জনকল্যাণমূলক কর্মকাণ্ডে ‘হৃদয়ে জকিগঞ্জ’-এর ভূমিকা অত্যন্ত প্রশংসনীয়

মোঃ মাহবুবুল করিম
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৪ মার্চ, ২০২৫

ফেঞ্চুগঞ্জ ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ ও সিলেট সেন্ট্রাল কলেজের অধ্যক্ষ কবি কালাম আজাদ বলেছেন, সামাজিক উন্নয়ন এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ডে হৃদয়ে জকিগঞ্জ সিলেটের ভূমিকা অত্যন্ত প্রশংসনীয়। এই সংগঠন যে সেবা কার্যক্রম পরিচালনা করছে, তা আমাদের সমাজের জন্য দৃষ্টান্ত হতে পারে। আমি আশা করি, ভবিষ্যতে এ সংগঠন আরও বৃহৎ পরিসরে জনকল্যাণমূলক কাজ চালিয়ে যাবে। তিনি হৃদয়ে জকিগঞ্জ সিলেটের ছায়াতলে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।
তিনি শুক্রবার (১৪ মার্চ, ১৩ রমজান) নগরীর বন্দরবাজারস্থ একটি অভিজাত হোটেলের কনফারেন্স হলে হৃদয়ে জকিগঞ্জের উদ্যোগে সিলেট শহরে অবস্থানরত জকিগঞ্জের বিশিষ্ট ব্যক্তিবর্গ, সমাজসেবী, রাজনীতিবিদ, তরুন, শিক্ষার্থী ও ব্যবসায়ীদের নিয়ে মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
সংগঠনের সভাপতি হাফিজ শাহিদুর রাহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম রুহেল লস্করের সঞ্চালনায় শুরুতে পবিত্র কালামে পাক থেকে তিলাওয়াত করেন সংগঠনের প্রচার সম্পাদক খালেদ আহমদ।
ইফতার মাহফিল পূর্ব আলোচনা সভায় উপস্থিত ছিলেন এবং বক্তব্য রাখেন, সিলেট জেলা বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান পাপলু, সিলেট মহানগর বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক ও মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ভিপি মাহবুবুল হক চৌধুরী, সিলেট সরকারি কলেজের সাবেক অধ্যাপক ইমদাদুর রহমান চৌধুরী, সিলেট জেলা খেলাফত মজলিসের সহ সভাপতি মাওলানা মুখলিসুর রহমান, জকিগঞ্জ উপজেলা জামায়াতের আমির মাওলানা জালাল উদ্দিন, উইমেন্স মেডিক্যাল কলেজের প্রিন্সিপাল আবদুল ওয়াদুদ তাপাদার, সিলেট প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি এম এ হান্নান, ইছামতি ডিগ্রি কলেজের প্রিন্সিপাল জালাল আহমদ, সিলেট জেলা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শাহ দিদার আলম চৌধুরী নবেল, সিলেট জেলা যুব দলের সহ সভাপতি শাহিন আহমদ, সার্ক ইন্টারন্যাশনাল কলেজের প্রিন্সিপাল মহি উদ্দিন ফারুক, জাতীয় ইমাম সমিতি সিলেট মহানগর শাখার সভাপতি মাওলানা হাবিব আহমদ শিহাব, সিলেট কম্বাইন্ড রোটারি ক্লাবের সহ-সেক্রেটারী ডা. মুস্তফা আহমদ আজাদ, জকিগঞ্জ স্টুডেন্টস অর্গানাইজেশনের সভাপতি হাবিবুর রহমান মাসরুর, জকিগঞ্জ ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক হাফিজ মাওলানা জাহিদুল ইসলাম, একাত্তর টেলিভিশন সিলেটের প্রতিনিধি হোসাইন আহমদ সুজাদ, জকিগঞ্জ একতা ফোরামের সহ সভাপতি ডা. শাহিদুর রাহমান, সাউথ এশিয়ান ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক দিদারুল ইকবাল, সিলেট জেলা বিএনপি নেতা এডভোকেট মোস্তাক আহমদ, মারকাজুত তাকওয়া মাদরাসার প্রিন্সিপাল হাফিজ মাওলানা জামিল আহমদ প্রমুখ।
এছাড়াও উপস্থিত ছিলেন পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্ট এসোসিয়েশন অব জকিগঞ্জের দায়িত্বশীলবৃন্দ।
আলোচনা সভা শেষে দেশ, জাতি ও বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করেন দরগাহ মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা আতাউল হক জালালাবাদী।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
জকিগঞ্জ সংবাদ-এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
প্রতিষ্ঠাতা: রহমত আলী হেলালী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট