1. admin@zakiganjsangbad.com : admin :
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ০২:১৮ অপরাহ্ন
শিরোনাম :
সিলেটে নগরীর মজুমদারীতে বিদ্যুৎ স্পৃষ্ট ২ তরুণীকে ঢাকায় নেয়া হচ্ছে জকিগঞ্জের জামালপুর শ্রী শ্রী রাধা মদন গোপাল আশ্রমে শ্রী শ্রী গুরু ব্রজকিশোর দাসের শীলা মূর্তি স্থাপন জকিগঞ্জের কাজলসার ইউপি’র বিভিন্ন গ্রামের প্রবেশমূখে নামফলক স্থাপন করেছে চৌধুরী বাজার প্রবাসী পরিষদ বিদেশে পাঠানোর কথা বলে টাকা আত্মসাতের অভিযোগে জকিগঞ্জের শাহগলীতে মানববন্ধন ঈদে জমে উঠেছে জকিগঞ্জের জান্নাত এন্টারটেইনমেন্ট পার্ক জকিগঞ্জে মোটর সাইকেল দূর্ঘটনায় চিকিৎসাধীন মিলন আর নেই জকিগঞ্জে দুই মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত জকিগঞ্জে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে জনকল্যাণ সোসাইটি, জকিগঞ্জ-এর ঈদ উপহার বিতরণ জকিগঞ্জে মাওলানা হুছামুদ্দীন চৌধুরী এমপি’র ঈদ উপহার বিতরণ জকিগঞ্জে মইলাইট বিল নিয়ে দুই পক্ষ মূখোমুখি

জকিগঞ্জের ইছামতি কামিল মাদ্রাসায় ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন

সংবাদ ডেক্স:
  • প্রকাশের সময় : রবিবার, ২৩ অক্টোবর, ২০২২
  • ৫৬০ বার এই সংবাদটি পড়া হয়েছে

জকিগঞ্জের ইছামতি দারুল উলূম কামিল মাদ্রাসায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন উপলক্ষে এক আলোচনা সভা ও র‌্যালী অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৩ অক্টোবর) হবিবিয়া ছাত্র সংসদ ও বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া অত্র মাদ্রাসা শাখার উদ্যোগে সকাল ১১টায় অনুষ্ঠিত হয় আলোচনা সভা। বাদ যোহর মাদ্রাসা প্রাঙ্গন থেকে মোবারক র‌্যালী বের হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এসময় শতশত আশিকে রাসূল জনতার অংশগ্রহণে না’তে রাসূল এর সুরে মুখরিত হয়ে ওঠে পরিবেশ। নানা কালজয়ী শ্লোক সম্বলিত ব্যানার-ফেস্টুন র‌্যালীর শোভাবর্ধন করে।
এর আগে মাদ্রাসা কনফারেন্স হলে আয়োজিত র‌্যালীপূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (রহ.)-এর সুযোগ্য ছাহেবজাদা হযরত আল্লামা মুফতি গিয়াস উদ্দিন চৌধুরী ফুলতলী।
ইছামতি কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা শিহাবুর রহমান চৌধুরীর সভাপতিত্বে শুরুতে স্বাগত বক্তব্য দেন হবিবিয়া ছাত্র সংসদের ভিপি আহমদ হোসাইন আইমান।
জিএস মিছবাহ উদ্দিন চৌধুরী ও এজিএস মাজহারুল ইসলাম চৌধুরীর যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা আব্দুল বাছিত, মাওলানা আতিকুর রহমান ছিদ্দিক, মাওলানা ওয়ারিছ উদ্দিন তাপাদার, মাওলানা আব্দুল হাকিম চৌধুরী, মাষ্টার সিরাজ উদ্দিন, মাষ্টার মাশুক আহমদ, মনির হোসেন, মাওলানা হেলাল আহমদ, মাওলানা আতাউর রহমান, মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্য এমাদ উদ্দিন চৌধুরী ও এম এ করিম প্রমূখ।
সভায় বক্তারা বলেন, অন্ধকারে মগ্ন পৃথিবীতে মানবতা ও শান্তির পয়গাম নিয়ে আগমন করেছিলেন মহানবী হযরত মুহাম্মদ মোস্তফা (সা.)। তাঁর আগমনে আঁধার টুটে উদিত হয়েছিল নতুন সূর্য। সম্প্রীতি আর ভালোবাসার মিশেলে মানুষ পেয়েছিল নতুন পথের সন্ধান। তাই বিশ্বনবীর আগমনের মাসকে সম্মান জানিয়ে, ভালোবাসার প্রকাশ ঘটাতেই নবীর জীবনাদর্শ আলোচনা ও আজকের এই মোবারক র‌্যালী।
র‌্যালীতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আনজুমানে আল-ইসলাহ জকিগঞ্জ উপজেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল বাছিত, মাওলানা শাহীন আহমদ, মাওলানা মাহতাব উদ্দিন, হবিবিয়া ছাত্র সংসদের সাবেক ভিপি মাওলানা আকবর আহমদ চৌধুরী, সাবেক জি এস মাওলানা আবু সুফিয়ান, জকিগঞ্জ উপজেলা তালামীযের সাবেক সাধারণ সম্পাদক মাহতাব উদ্দিন, মানিকপুর ইউনিয়ন তালামীযের সভাপতি মো. খায়রুল ইসলাম চৌধুরী, সহ সভাপতি মাহফুজুর রহমান, মারুফ আহমদ, মোফাজ্জল ইসলাম, সুমন আহমদ, আলিম উদ্দিন তাওহীদ, মাহবুবুল আলম, রুহুল আমিন, কামরুল ইসলাম চৌধুরী, আবিদুর রহমান চৌধুরী ও জুবায়ের আহমদ চৌধুরী প্রমুখ।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
জকিগঞ্জ সংবাদ-এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
প্রতিষ্ঠাতা: রহমত আলী হেলালী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট