জকিগঞ্জ উপজেলার ৬নং সুলতানপুর ইউনিয়নের অন্তর্গত ব্রাম্মণগ্রামের বাসিন্দা ও মৌলভীবাজার টাউন সিনিয়র মাদ্রাসার শিক্ষক ক্বারী আলতাফ হোসেন (৪৫) ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়াইন্নাইলাহি রাজিউন। তিনি জকিগঞ্জের থানাবাজার লতিফিয়া ফুরকানিয়া দাখিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা মাওলানা ক্বারী আব্দুল লতিফ খাদিমানী (রহ.)-এর দ্বিতীয় ছাহেবজাদা ও বর্তমান সুপার মাওলানা শিহাব উদ্দিন খাদিমানীর বড় ভাই।
বুধবার (২২ জুন) ভোর ৪ ঘটিকার দিকে সিলেট এম.এ.জি.ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। তিনি দীর্ঘ মাসখানেক সময় থেকে জ্বর ও বসন্ত রোগে আক্রান্ত ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে, ২ মে, ২ ভাই ও ৫ বোন সহ অসংখ্য আত্মীয়-স্বজন, পাড়া-প্রতিবেশী, বন্ধু-বান্ধব, সহকর্মী, ছাত্র-ছাত্রী ও শুভাকাঙ্খী রেখে যান।
বুধবার বিকাল ২ ঘটিকার সময় সিলেট নগরীর আরামবাগ জামে মসজিদে অনুষ্ঠিত হয়। জানাজার ইমামতি করেন মরহুমের জামাতা মাওলানা মোহাম্মদ আব্দুস শহীদ। পরে তাকে সিলেট নগরীর মানিকপীর (রহ.)-এর মাজার সংলগ্ন গোরস্থানে দাফন করা হয়।
Leave a Reply