1. admin@zakiganjsangbad.com : admin :
বুধবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৫, ০৬:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
খেলাধুলা শরীর গঠনের অন্যতম মাধ্যম– মোঃ আব্দুল হালিম সিলেটের জকিগঞ্জে বিএসএফের বাঁধায় আটকে আছে শতকোটি টাকার পাম্প হাউস! জকিগঞ্জে টপ-টেন বিজনেস গ্রুপের আলোচনা সভা ও শীতবস্ত্র বিতরণ জকিগঞ্জে দুর্ধর্ষ ডাকাতি, নগদ টাকা-স্বর্ণালঙ্কার লুট জকিগঞ্জের কামালপুর গ্রামের নিজস্ব অর্থায়নে কোটি টাকা ব্যায়ে ৩ কিলোমিটার রাস্তার কাজের শুভ উদ্বোধন! জকিগঞ্জ প্রেসক্লাবে মতবিনিময় করেছেন যুক্তরাজ্য বিএনপি নেতা এম. ফরিদ উদ্দিন জকিগঞ্জে টমটম-মোটরসাইকেল ও ঠেলাগাড়ির ত্রিমূখী সংঘর্ষে যুবক নিহত: আহত-৩ জকিগঞ্জে ইসলামী ছাত্র আন্দোলনের কমিটি গঠন সম্পন্ন জকিগঞ্জের গোটারগ্রামে এক রাতে ৭টি দোকানে চুরি! নিঃস্ব স্বল্প পূজির ব্যবসায়ীরা জকিগঞ্জের কালিগঞ্জ বাজারের একটি ভবনে আগুন: ১৪ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি

জকিগঞ্জের শিক্ষক করিম হত্যা : বিভাগীয় মামলায় এসআই শাকুর-এর বিরুদ্ধে স্বাক্ষ্য প্রদান

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : সোমবার, ৬ সেপ্টেম্বর, ২০২১
  • ২৫৭৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

জকিগঞ্জের এক সময়ের আলোচিত শিক্ষক আব্দুল করিম হত্যার ঘটনায় তাঁর আপন ভাই পুলিশের এসআই আব্দুশ শাকুর-এর বিরুদ্ধে দায়েরকৃত এসএমপি’র বিভাগীয় মামলায় স্বাক্ষ্য প্রদান করেছেন ১০ জন স্বাক্ষী।সিলেট নগরীর মুন্সিপাড়া এলাকায় অবস্থিত এসএমপি’র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (প্রশাসন ও অপারেশন -উত্তর) গৌতম দেব এর কার্যালয়ে রবি ও সোমবার পৃথক দু’দিনে স্ব-শরীরে উপস্থিত হয়ে তারা লিখিত স্বাক্ষ্য প্রদান করেন। তবে এ সময় অভিযুক্ত সাময়িক বরখাস্তকৃত এসআই মোঃ আব্দুশ শাকুর উপস্থিত থাকার জন্য নোটিশ প্রদান করা হলেও তিনি উপস্থিত ছিলেন না।

স্বাক্ষ্য প্রদানকারীরা হলেন- শিক্ষক আব্দুল করিম-এর ছোট ভাই ফাহিম-এর তালাকপ্রাপ্ত স্ত্রী রোজিনা বেগম, প্রবীণ শিক্ষক মোঃ আব্দুছ ছুবহান, জকিগঞ্জ মাধ্যমিক বিদ্যালয় শিক্ষক সমিতি’র সাবেক সভাপতি মাহতাব উদ্দিন, গণিপুর কামালগঞ্জ স্কুল এন্ড কলেজের প্রিন্সিপাল আজিম উদ্দিন, সাজ্জাদ মজুমদার বিদ্যানিকেতনের প্রধান শিক্ষক কুতুব উদ্দিন, গঙ্গাজল হাসানিয়া সিনিয়র মাদ্রাসার প্রভাষক (বাংলা) আবুল কালাম আজাদ, জকিগঞ্জ প্রেসক্লাব-এর যুগ্ম সম্পাদক রহমত আলী হেলালী, জকিগঞ্জ দাখিল মাদ্রাসা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মাওলানা মুহিবুর রহমান, জকিগঞ্জ প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতি’র সভাপতি আব্দুশ শহীদ তাপাদার ও জকিগঞ্জ কওমী মাদ্রাসা ঐক্য পরিষদ-এর প্রচার সম্পাদক কেএম মামুন।
এর আগে একই মামলায় সিলেট এম.এ.জি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর ইমিগ্রেশন পুলিশে কর্মরত অতিরিক্ত পুলিশ কমিশনার আব্দুল মাবুদ ও সিলেট মহানগর গোয়েন্দা পুলিশের সহকারি পুলিশ কমিশনার মোঃ মোস্তাফিজুর রহমান পৃথক ভাবে সকলের লিখিত স্বাক্ষ্য গ্রহণ করেন। বরখাস্তকৃত পুলিশের এসআই আব্দুশ শাকুর শুধুমাত্র এসএমপি’র গোয়েন্দা শাখার তদন্তকালে উপস্থিত ছিলেন।
উল্লেখ্য যে, ২০১৪ সালের ৮ জুলাই দিবাগত রাতে (পবিত্র রমজানের রাতে) নিজ ভাইদের হাতে নির্মমভাবে খুন হন জকিগঞ্জের মেধাবী শিক্ষক আব্দুল করিম। এ ঘটনায় নিহত শিক্ষক আব্দুল করিম-এর ছোট ভাই পুলিশের এসআই আব্দুস শাকুরসহ ৫ জনের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করেন নিহত শিক্ষকের ছোট ভাই ফাহিম-এর স্ত্রী রোজিনা বেগম। পরবর্তীতে পুলিশ বাদীর স্বামী আব্দুল হামিদ ফাহিমকে অভিযুক্ত করে ৬ জনের বিরুদ্ধে চার্জশীট প্রদান করে।
অপর দিকে পুলিশের এসআই আব্দুশ শাকুরে বিভাগীয় বিচার দাবী করে সিলেট রেঞ্জের ডিআইজি বরাবর শিক্ষক করিম হত্যার প্রতিবাদী মঞ্চের ৭জন নেতা অপর একটি আবেদন দাখিল করেন। এরই পরিপ্রেক্ষিতে এসএমপি’র বিভাগীয় মামলা নং-০১/২০১৫, তারিখ-০৪,০১,২০১৫ খ্রিস্টাব্দ দায়ের করা হয়।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
জকিগঞ্জ সংবাদ-এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
প্রতিষ্ঠাতা: রহমত আলী হেলালী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট