রূপালী ব্যাংকের সাবেক চেয়ারম্যান ও বেসরকারি এনজিও সংস্থা সীমান্তিকের প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক ড. আহমদ আল কবির-এর সৌজন্যে আগামীকাল বুধবার (৮ জুন) জকিগঞ্জ উপজেলার দু’টি স্থানে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হবে।
জানা যায়, জকিগঞ্জের বন্যা কবলিত মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিতের লক্ষে এ আয়োজন করেছেন অর্থনীতিবীদ ড. আহমদ আল কবির। আগামীকাল বুধবার সকাল ১০টা থেকে জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারস্থ সীমান্তিকের প্রধান কার্যালয়ে ও জকিগঞ্জ সদর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে পৃথক দু’টি স্থানে মেডিকেল ক্যাম্প শুরু হবে।
এতে উল্লেখিত দু’টি মেডিকেল ক্যাম্পে এলাকার রোগীদের স্বাস্থ্যসেবা গ্রহন করার জন্য ও রোগীদের চিকিৎসাসেবা ফ্রী’তে নেওয়ার জন্য আয়োজকদের পক্ষ থেকে আহবান জানানো হয়েছে।
Leave a Reply