সিলেটের জকিগঞ্জ উপজেলার বারহাল এলাকায় এক ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি হয়েছে। মঙ্গলবার (২২ জুলাই) ভোর ৩টার দিকে উপজেলার খিলোগ্রাম (বাইশঘর) গ্রামের বাসিন্দা ও স্থানীয় শাহগলি বাজারের বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল্লাহ আহমদ চৌধুরী’র বাড়িতে এ ডাকাতির ঘটনা ঘটে। এসময় ডাকাতরা বাড়ির লোকজনকে হুমকি ধমকি দিয়ে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ ১৬ লক্ষ টাকা, আনুমানিক ১০ ভরি স্বর্ণালঙ্কার ও ৬টি উন্নত মানের মোবাইল ফোনসহ মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়।
বাড়ির মালিক ও শাহগলি এলাকার আল-হুমায়রা কমিউনিটি সেন্টারের মালিক আব্দুল্লাহ চৌধুরী জকিগঞ্জ সংবাদকে বলেন, মুখোশপরা ৫/৭ জনের ডাকাত দল মঙ্গলবার ভোররাত আনুমানিক ৩ ঘটিকায় বাড়ির গেইটের তালা ভেঙে ও ঘরের দরজা ভেঙে ভিতরে প্রবেশ করে অস্ত্রের মুখে পরিবারের সবাইকে জিম্মি করে ডাকাতি শুরু করে। এ সময় উনার ছেলে রেদ্বওয়ান আহমদ চৌধুরী ডাকাতদলের অগোচরে ঘরের ছাদে উঠে এলাকার লোকজনকে ফোনে বিষয়টি জানালে লোকজন মসজিদের মাইকে জানিয়ে শোর চিৎকার দিয়ে আসতে লাগলে ডাকাতদল আত্মরক্ষার্থে শুধুমাত্র নগদ টাকা, স্বর্ণালঙ্কার ও মোবাইল ফোন নিয়ে দ্রুত পালিয়ে যায়। কিছুদূর যাওয়ার পর পার্শ্ববর্তী বিয়ানীবাজার উপজেলার দিঘিরপার এলাকায় তাদের ব্যবহৃত প্রাইভেট কার নষ্ট হয়ে গেলে স্থানীয় একজন পাহারাদার তাদের আচরণ সন্দেহজনক মনে হওয়ায় জিজ্ঞাসাবাদ শুরু করলে ডাকাতরা গাড়টি রেখে পালিয়ে যায়।
সংবাদ পেয়ে মঙ্গলবার সকালে জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম মুন্নার নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে ডাকাতদের ফেলে যাওয়া কার গাড়িটি উদ্ধার করে থানায় নিয়ে যান। তবে ঘটনার সঙ্গে জড়িত কাউকে এখনও আটক করতে পারেনি পুলিশ।
এ ব্যাপারে জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম মুন্না জকিগঞ্জ সংবাদকে জানান, ডাকাতির ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। আসামী ধরতে পুলিশী তৎপরতা অব্যাহত রয়েছে। পুলিশ একটি প্রাইভেট কার জব্দ করেছে।
Leave a Reply