পবিত্র ঈদে মীলাদুন্নবী (সা.) উপলক্ষে বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া জকিগঞ্জ উপজেলা ও পৌর শাখার উদ্যোগে রোববার (৩১ অক্টোবর) হাজার মানুষের স্বতঃস্ফুর্ত অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে ‘মুবারক র্যালী’।
জকিগঞ্জ উপজেলা তালামীযের সভাপতি আবু ছায়িদ মো. আশিক এর সভাপতিত্বে এবং উপজেলা তালামীযের সাধারণ সম্পাদক আহমদ হোসাইন আইমান ও প্রচার সম্পাদক মো. খলিলুর রহমান এর যৌথ পরিচালনায় অনুষ্ঠিত র্যালিপূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়ার কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মো. রেদ্বওয়ানুল হক শিমুল, প্রধান বক্তার বক্তব্য রাখেন সিলেট পূর্ব জেলা তালামীযের সভাপতি মো. ইসলাম উদ্দিন চৌধুরী, বিশেষ অতিথির বক্তব্য রাখছেন জকিগঞ্জ ফাজিল সিনিয়র মাদরাসার অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ নূরুল ইসলাম, ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা ইমাদ উদ্দিন, উপাধ্যক্ষ মাওলানা এখলাছু রহমান, সাবেক কেন্দ্রীয় সাধারণ মাওলানা মো. আব্দুল জব্বার, শাবিপ্রবি তালামীযের সভাপতি মো. গাউছুল আলম, সিলেট পূর্ব জেলা তালামীযের সাধারণ সম্পাদক মো. রুহুল হুদা চৌধুরী রাহেল, সুনামগঞ্জ জেলা তালামীযের সাংগঠনিক সম্পাদক আবু হেনা মো. ইয়াছিন, সিলেট পূর্ব জেলা তালামীযের সহ প্রশিক্ষণ সম্পাদক রেজওয়ান আহমদ ফজল, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক আহমদ আল মনজুর, উপজেলা আল ইসলাহর শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক মাওলানা কয়েছ মাহমুদ চৌধুরী।
জকিগঞ্জ পৌর তালামীযের সভাপতি মো. হোসাইন আহমদ এর স্বাগত বক্তব্যের মাধ্যমে সূচিত র্যালিতে উপস্থিত ছিলেন জকিগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওলানা আব্দুস সবুর, জকিগঞ্জ উপজেলা আল ইসলাহর সাধারণ সম্পাদক মাওলানা মো. কুতবুল আলম, সাংগঠনিক সম্পাদক মাওলানা মো. ফদ্বলুর রহমান,সিলেট পূর্ব জেলা তালামীযের সহ শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক মো. আবু সুফিয়ান, জকিগঞ্জ উপজেলা তালামীয়ের সাবেক সভাপতি আব্দুল মুকিত সদস্য নাজিম উদ্দীন, কানাইঘাট উপজেলা তালামীযের সভাপতি মো. তাজ উদ্দিন, জকিগঞ্জ পৌর তালামীযের সাধারণ সম্পাদক মো. ইমদাদুল হক ইমন, উপজেলা সহ সাধারণ সম্পাদক মো. আলিম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মো. সাদিকুর রহমান, সহ সাংগঠনিক সম্পাদক তাহের আহমদ চৌধুরী, অফিস সম্পাদক আব্দুল হাসিব তাপাদার, প্রশিক্ষণ সম্পাদক রিয়াদুল ইসলাম চৌধুরী।
জকিগঞ্জ উপজেলা ও পৌর তালামীযের আয়োজিত পবিত্র ঈদে মীলাদুন্নবী (সা.) র্যালীকে সফল ও সার্থক করে তোলাসহ সর্বাত্মক সহযোগিতার জন্য সর্বস্তরের জকিগঞ্জবাসী, প্রশাসন, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া কর্মীদের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেছেন উপজেলা তালামীযের সভাপতি আবু ছায়িদ মো. আশিক ও পৌর তালামীযের সভাপতি হোসাইন আহমদ। র্যালীর কারণে জকিগঞ্জ শহরে যাতায়াতে সাময়িক বিঘ্ন ঘটায় আন্তরিক দুঃখ প্রকাশ করেছেন।
Leave a Reply